অত্যন্ত প্রত্যাশার পরও অজয় দেবগণ এবং মৃণাল ঠাকুর অভিনীত 'সন অফ সারদার ২' তার ২০১২ সালের প্রথম পার্টির মতো সফলতা পুনরায় গড়তে পারেনি। মাত্র নয় দিনের মধ্যে এই সিনেমা ব্যবসা করেছে মাত্র ৩৮.২৯ কোটি টাকা, যেখানে তার বাজেট ছিল ১৩০ কোটি টাকা। থিয়েটারে একটানা সংগ্রামের মধ্যে পড়ায় নির্মাতারা সিনেমাটির ওটিটি মুক্তির তারিখ নির্ধারণ করেছেন আগামী সেপ্টেম্বর ২০২৫।
বিনয় কুমার অরোরা পরিচালিত এই অ্যাকশন-কৌতুকধর্মী সিনেমাটি শিগগিরই অনলাইনে স্ট্রিম হবে, যা দর্শকদের ঘরেই থেকে সিনেমাটি দেখার সুযোগ দেবে। এই ডিজিটাল মুক্তি হয়তো সিনেমাটিকে নতুন দর্শক পাওয়ার সুযোগ করে দেবে এবং ব্যবসার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
এসএন