হেঁটে বেড়াচ্ছেন ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা!

ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলো ইসরায়েল। ১২ দিনের বিমান হামলায় তারা ইরানের পরমাণু স্থাপনা এবং বিজ্ঞানীদের শেষ করতে চাইলেও ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইসরায়েলের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীর মধ্যে ১৫ জনের বেশি জীবিত রয়েছেন এবং তারা এখন তেহরানের নিরাপদ জায়গায় লুকিয়ে আছেন।

নিরাপত্তাজনিত কারণেই তারা বাসভবন ও বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন বলেও জানা গেছে। সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞানীদের পরিবারসহ তেহরানের নিরাপদ ভিলা এবং দেশের উত্তর উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন, তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

দ্য টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকরা। এই পরিস্থিতিকে তারা ‘মারা যাওয়া মানুষের হাঁটাহাঁটি’র সঙ্গে তুলনা করছেন। একইসঙ্গে তারা জানাচ্ছেন, যে গবেষকরা ইরানের পরমাণু কর্মসূচির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুন জানান, ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করেনি। তিনি বলেন, ইসরায়েল-ইরান যুদ্ধের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে।

সিএসবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তিনটি বি-২ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রত্যেক বিমানে দুটি করে ‘বাঙ্কার-বাস্টার’ বোমা (GBU-57 Massive Ordnance Penetrators) ছিলো, যা অত্যন্ত ভারী এবং শুধুমাত্র বি-২ বিমানে নিক্ষেপ করা যায়।

ফোর্দো ইরানের একটি প্রধান উচ্চমানের ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র, যা পর্বতের নিচে প্রায় ৩০০ ফুট গভীরে অবস্থিত। এছাড়া, নাতাঞ্জ ও ইসফাহান নামের আরও দুই পারমাণবিক স্থাপনাতেও যুক্তরাষ্ট্র হামলা করে।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে, হামলা তাদের পারমাণবিক উন্নয়নে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম দুই বছর পিছিয়ে গেছে, যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদী মোহাম্মাদি বলেন, ‘ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। তারা কয়েক রাত ধরে ফোর্দো সাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিলো। হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তামিম-শান্তদের আগে নারী দলকে প্রশিক্ষণ দিচ্ছেন পাওয়ার হিটিং কোচ Aug 13, 2025
img
গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতার পরিচয় : উ. কোরিয়া Aug 13, 2025
img
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, কিছু উদ্বেগ রয়ে গেছে : যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন Aug 13, 2025
img
না ফেরার দেশে ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা Aug 13, 2025
img
বাঙালি হেঁসেলে আলু কেন জনপ্রিয় Aug 13, 2025
img
দেশের ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস Aug 13, 2025
img
ভারতকে ‘উচিত শিক্ষা’ দেয়ার কড়া বার্তা দিলেন শেহবাজ Aug 13, 2025
img
কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ: আব্দুন নূর তুষার Aug 13, 2025
img
জর্জিনাকে রোনালদোর দেয়া আংটির মূল্য জানলেন? Aug 13, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা Aug 13, 2025
img
নেকড়ে: প্রকৃতির ভারসাম্যের অদেখা রক্ষক Aug 13, 2025
img
স্ত্রীসহ সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা Aug 13, 2025
img
বেসরকারি খাতে এখনো আস্থার সংকট : অর্থ উপদেষ্টা Aug 13, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Aug 13, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ Aug 13, 2025
img
স্কোয়াড থেকে বাদ, ক্লাব ছাড়ছেন পিএসজির চ্যাম্পিয়ন গোলরক্ষক Aug 13, 2025
img
ব্রিটেনে এক বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশে রেকর্ড Aug 13, 2025
img
নৌকাসহ নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Aug 13, 2025
img
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম Aug 13, 2025
img
অভিনেতাদের মধ্যে রাজনীতির রং আসা উচিত নয়: শতাব্দী রায় Aug 13, 2025