ওভালে কিউরেটর ফোর্টিসের সঙ্গে গৌতম গম্ভীরের বাজে আচরণের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। কিউরেটরের সঙ্গে ভারতের হেড কোচের আরও সহনশীল হয়ে কথা বলা উচিত ছিলো বলে মনে করেন তিনি।
ওভালে সিরিজের শেষ ম্যাচে নাটকীয় জয়ে ২-২ সমতায় শেষ হয়েছিলো ভারত-ইংল্যান্ড সিরিজ। সে ম্যাচে নিজের শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তবে বিতর্ক যেনো পিছুই ছাড়ছে না তার। নিজের চড়া মেজাজের কারণেই বেশিরভাগ সময় শিরোনামে আসেন গম্ভীর।
ইংল্যান্ড সিরিজে কিউরেটরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে আবারও আলোচনায় আসেন গম্ভীর। তবে সেই রেশ এখনও কাটেনি। ক্রিকেটাঙ্গনে এ নিয়ে চলছে চর্চা। এবার ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। কিউরেটর ফোর্টিসের সঙ্গে গম্ভীরের ভাষা ব্যবহারে আরও সতর্ক হওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন বলেন, 'ইংল্যান্ডে প্রায়ই এমন ঘটনা ঘটে। তারা যেনো একধরনের ক্ষমতার প্রদর্শন করে ভেন্যু নিয়ে। তারা গম্ভীরকে একটু কঠিন অবস্থায় ফেলতে চেয়েছিলো। কিন্তু গম্ভীরও একটু সংযত হতে পারতেন। ভাষা আরও ভালো হতে পারত। তবে বাস্তবতা হলো, গুরুত্বপূর্ণ টেস্টের আগে অনুশীলন করছে, সেটাও মাথায় রাখতে হবে।'
এদিকে ভারতের হেড কোচকে নিয়ে সমালোচনার মাঝে গম্ভীরকে প্রশংসা ভাসিয়েছেন সাঞ্জু স্যামসন। জাতীয় দলে তার ক্যারিয়ারে হেড কোচ গৌতম গম্ভীরের অবদানের কথা তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ভারতের উইকেটরক্ষক সাঞ্জু স্যামসন বলেন, 'শ্রীলঙ্কায় দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলাম। একদিন মন খারাপ করে বসেছিলাম। গৌতম ভাই জানার পর তখন তিনি বলেছিলেন এটা নিয়ে দুশ্চিন্তা না করতে। যদি ২১ বার শূন্য রানে আউট হই, তাহলে সে আমাকে বাদ দিবে।'
এমকে/টিকে