লিওনেল মেসি যে খেলবেন না, তা আগেই জানিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের জন্য দলের সফরসঙ্গী হননি আর্জেন্টাইন তারকা। তাকে ছাড়া আগের ম্যাচ জিতলেও এবার হারল।
মেসি ইনজুরিতে পড়েছিলেন গত ৩ আগস্ট নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে। চেজ স্টেডিয়ামে ড্রিবলিং করে বল নিয়ে বক্সে ঢুকতে গেলে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় তার। পড়ে গিয়ে যন্ত্রণাকাতর মেসির চেহারায় হতাশার ছাপ ছিল স্পষ্ট। মায়ামির এই অধিনায়ক একটু পরে উঠে দাঁড়িয়ে কয়েক মিনিট হাঁটার চেষ্টা করেন, কিন্তু অস্বস্তির কারণে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন। বাকি সময় সেরা তারকাকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে।
ইনজুরির কারণে মেসি মিস করেন পুমাসের বিপক্ষের ম্যাচটি। ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ফ্লোরিডার দলটি। এবার অরল্যান্ডোর বিপক্ষে হারল বড় ব্যবধানে, ৪-১ গোলে। জোড়া গোল করেছেন লুইস মুরিয়েল, একটি করে মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ। ইন্টার মায়ামির গোলটি ইয়ানিক ব্রাইটের।
এই জয় দিয়ে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামিকে পেছনে ফেলে অরল্যান্ডো। ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা, ২৩ ম্যাচ খেলা মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।
ইন্টার এন্ড কো স্টেডিয়ামে ২ মিনিটেই লিড নিয়ে নেয় অরল্যান্ডো। সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি মায়ামির তিন মিনিট পরই ব্রাইটের গোলে ব্যবধান ১-১ হয়। দ্বিতীয়ার্ধ পর্যন্তই এটাই ছিল ম্যাচের গোললাইন। কিন্তু দ্বিতীয়ার্ধে হার জোটে মায়ামির।
বিরতি থেকে ফিরে মায়ামি প্রথম গোলটি হজম করে ৫০ মিনিটে, মুরিয়েলের পূর্ণ হয় জোড়া গোল। এরপর ওজেদার ৫৮ মিনিটে ও প্যাসালিচের ৮৮ মিনিটের গোলে স্বস্তির জয় পায় অরল্যান্ডো।
এমআর/টিকে