বিশ্ববাজারে বেড়েই চলেছে ক্রিপ্টোকারেন্সির দাম। বছর ব্যবধানে বিটকয়েনের দাম বেড়েছে ১০৫ শতাংশের বেশি। ঊর্ধ্বমুখী ইথার, বাইন্যান্স, সোলানার দামও।
চাহিদা বাড়তে থাকায় ঊর্ধ্বমুখী ক্রিপ্টো জগতের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম। বর্তমানে একেকটি ভার্চুয়াল মুদ্রা বেচাকেনা হচ্ছে ১ লাখ ২১ হাজার ৮০৫ ডলারে। যা সপ্তাহ ব্যবধানে ৬ দশমিক ১১ শতাংশ এবং বছর ব্যবধানে দাম বেড়েছে ১০৫ দশমিক ৫৭ শতাংশ।
দাম বাড়ছে আরেক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথারেরও। সপ্তাহ ব্যবধানে ১৫ দশমিক ৬৬ শতাংশ বেড়ে বর্তমানে প্রতিটি ইথার বিক্রি হচ্ছে ৪ হাজার ২৯১ ডলার ৮৯ সেন্টে।
সপ্তাহ ব্যবধানে ৬ দশমিক ৭১ শতাংশ বেড়ে বর্তমানে প্রতিটি বাইন্যান্স মুদ্রা বিক্রি হচ্ছে ৮১৮ ডলারে। এদিকে, ক্রিপ্টোজগতে জনপ্রিয় হয়ে ওঠা সোলানার দাম এক সপ্তাহে বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। বর্তমানে প্রতিটি সোলানা বেচাকেনা হচ্ছে ১৮৪ ডলার ৭৬ সেন্টে।
এফপি/ টিএ