‘কিংডম’-এ দারুণ অভিনয়ের পর নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন দক্ষিণের অভিনেতা সত্য দেব। এবার তিনি পা বাড়াচ্ছেন আরও সাহসী ও প্রভাবশালী চিত্রনাট্যের দিকে। চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, তার পরবর্তী ছবিতে তিনি কাজ করবেন অনন্য গল্প বলার জন্য খ্যাত নির্মাতা ভেঙ্কটেশ মহার সঙ্গে।
ভেঙ্কটেশ মহার সিনেমা মানেই ভিন্নধর্মী কাহিনি, জীবন্ত চরিত্র আর দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব। সত্য দেবের সঙ্গে তার এই প্রথম জুটি নিয়ে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। ধারণা করা হচ্ছে, ছবিটি একদিকে হবে কনটেন্টসমৃদ্ধ, অন্যদিকে দর্শকপ্রিয়তার দিক থেকেও বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা রাখবে।
‘আরবি’ শিরোনামের প্রকল্পটি প্রস্তুত হচ্ছে বলে শোনা যাচ্ছে। সত্য দেব নিজেকে বহুমুখী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে যে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই কাজটি তাতে যোগ করবে নতুন মাত্রা। ভক্ত এবং সমালোচক—দু’পক্ষই এখন অপেক্ষায়, নতুন রূপে তাকে দেখার জন্য।
এফপি/ টিএ