টলিউডের বহুল আলোচিত ছবি ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের পর থেকেই দেব-শুভশ্রীর জুটি নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। দশ বছর পর পর্দায় ফিরে আসা এই ‘দেশু’ জুটির রোম্যান্স উসকে দিয়েছে আগের ব্লকবাস্টার দিনের স্মৃতি। তবে আনন্দের পাশাপাশি নেটপাড়ায় চলছে কুরুচিকর ট্রোল ও মিমের বন্যা, যার নিশানায় পড়েছেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।
সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে মুখ খুলেছেন দেব। তিনি বলেন,
“ভীষণ দুঃখজনক, ৯৯ শতাংশ নেটিজেন এখন নেতিবাচক হয়ে গিয়েছে। ভালো কিছু দেখলে সেভাবে গ্রহণ করতে পারে না অনেকেই। রাজ খুব ভালোভাবে বিষয়টা সামলেছে, রুক্মিণীও সামলাচ্ছে। শুভশ্রীকে আমি সম্মান করি, দর্শক দেব-শুভশ্রীকে যেমন দেখতে চেয়েছে আমরা তাই রিক্রিয়েট করেছি। কিন্তু ব্যক্তিগত আক্রমণ মোটেও ঠিক নয়। ‘ধূমকেতু’-তে সবার অবদান আছে রুক্মিণীরও অবদান রয়েছে, ওকে নিয়ে আমি গর্বিত।”
তিনি আরও যোগ করেন,
“আমরা ছবির প্রচারের জন্যই এক হয়েছিলাম। যে দর্শকরা দেব শুভশ্রীকে ভালোবেসেছে, তাদের জন্যই এসেছিলাম। তাই রাজ, শুভশ্রী, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি।”
এদিকে রাজ চক্রবর্তী গণমাধ্যমে বলেন, “দেবের প্রাক্তন আমার স্ত্রী অতীত সকলের থাকে, কিন্তু তা নিয়ে ঘাটাঘাটি করা অর্থহীন। ‘ধূমকেতু’ ছবির জন্য শুভকামনা রইল।”
বাংলা সিনেমার স্বার্থেই দেব-শুভশ্রী জুটির পুনর্মিলনকে ইতিবাচক মনে করছেন রাজ ও শুভশ্রী দুজনেই। আর নেটদুনিয়ার ট্রোল-মিমের তোড় সামলেও প্রাক্তনরা যে নিজ নিজ সংসারে সুখে আছেন, তা বলার অপেক্ষা রাখে না।
এমকে/টিকে