আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক ক্রিকেটারই কোচিং বা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেন। ক্রিকেট খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা খুব বেশি দেখা যেত না আগে। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। এখন সাবেক ক্রিকেটাররাও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান।
বেশ কয়েক বছর ধরেই চলছে রোড সেফটি ওয়ার্ড সিরিজ, গত বছর শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্ট। সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন শহীদ আফ্রিদি থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিংরা। তবে বাংলাদেশের কোনো সাবেক ক্রিকেটারকে সেভাবে খেলতে দেখা যায় না।
আব্দুর রাজ্জাক সর্বশেষ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছেন। এর আগে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে একবার বাংলাদেশের একটি দল রোড সেফটি সিরিজে খেললেও পরবর্তীতে তাদের আর দেখা যায়নি। একই টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজার খেলার গুঞ্জন থাকলেও তিনি খেলেননি। তবে এই অপূর্ণতা ঘুচতে পারে দ্রুতই। বাংলাদেশ দলের এক সময়ের তারকা ক্রিকেটার ইমরুল কায়েস জানিয়েছেন তাদেরকে নিয়ে লিজেন্ডস টুর্নামেন্টে খেলার আলোচনা চলছে।
যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি ইমরুল। সাকিব আল হাসান এখনও অবসর নেননি আনুষ্ঠানিকভাবে। তাই তাকে পাওয়া নিয়ে ধোঁয়াশা আছে। আর তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নিয়ে লিজেন্ডস টুর্নামেন্টে যেতে পারলে বাংলাদেশ ভালো একটি দল হবে বলে আশাবাদী ইমরুল।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে ইমরুল বলেছেন, 'ইনশাআল্লাহ, হয়তবা দেখবেন। কারণ ইংল্যান্ডে বাঙালি অনেক দর্শক আছে, দলটা নেয়ার জন্য ইতোমধ্যে কথাবার্তা চলছে। আমি যতটুকু শুনেছি টুর্নামেন্ট কমিটিও আমাদেরকে দল দেয়ার জন্য বেশ আগ্রহী। এখন আমাদের সাকিব তো অবসর নেয় নাই, সাকিব খেলবে কিনা জানি না। তামিম, আমি, মুশফিক, রিয়াদ যারা আছি না কেন আমরা যদি খেলতে পারি বাংলাদেশের সেরা দলটা হবে। রানিং একটা দল, সবাই ক্রিকেট খেলছে। ব্যক্তিগতভাবে আমি মনে থেকে চাই। এখন যারা আছেন তারা কতটুকু চায় সেটা জানি না, তাদেরও চাইতে হবে।'
ইমরুল এখন অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার চেষ্টায় আছেন। সেখানেই ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে দেশের ক্রিকেটে তাকে একেবারেই দেখা যাবে না এমনটা নয়। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে খেলবে না বলে নিশ্চিত করেছেন ইমরুল।
তিনি বলেন, 'অস্ট্রেলিয়া থেকে দেশে বেশ কিছুদিন আগেই আমি এসেছি। মাঝে সিঙ্গাপুরে ছিলাম, তবে শীঘ্রই আবার চলে যাব। সত্যি বলতে, এখন দেশের ক্রিকেটের সাথে ওইভাবে আর সম্পৃক্ত বলা চলে না, শুধু ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল ছাড়া। যেহেতু আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছি, তাই আমার মনে হয়, এইদিক থেকে কিছুটা দূরেই সরে গেছি। এনসিএল টি-টোয়েন্টি হয়তো খেলা হবে না, কারণ আমার ওখানে ৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ খেলা আছে। সার্বিকভাবে, আগের মতো আর বলতে পারবেন না। এখন আমি একটি ভিন্ন লাইনে চলে এসেছি।'
এফপি/এসএন