গত আসরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে দলে ভেড়ানো এই পেসার এবার একই মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে নামবেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। তিনি ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন।
আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। চতুর্থবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন মুস্তাফিজ।
এর আগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন এই বাঁহাতি পেসার। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স, ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন এই কাটার মাস্টার।