আমেরিকায় বসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিরুদ্ধে মিসাইল হামলার হুমকি দিয়েছেন। তিনি পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, পাকিস্তানের অস্তিত্ব যদি কোনো হুমকির মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধ্বংস করে দেওয়া হবে। এই হুমকির পর ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
ভারতের পক্ষ থেকে অভিযোগ ওঠেছে, আমেরিকার প্রশ্রয়ে পাকিস্তান তার প্রকৃত রূপ দেখাচ্ছে। সোমবার নয়া দিল্লি থেকে এক বিবৃতিতে আমেরিকাকে দায়ী করে বলা হয়েছে, আমেরিকা যখনই পাকিস্তানকে সমর্থন দেয়, তখন পাকিস্তানের সেনাবাহিনী তাদের প্রকৃত রং দেখাতে থাকে। ভারত আরও জানিয়েছে, পাকিস্তানে গণতন্ত্রের অভাব রয়েছে এবং সামরিক বাহিনী পুরো দেশ নিয়ন্ত্রণ করছে।
পাকিস্তানের এই হুমকিতে ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারত সরকার পাকিস্তানকে দায়িত্বজ্ঞানহীন পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ আখ্যায়িত করেছে। ভারত বলেছে, পরমাণু অস্ত্রের মালিক হতে হলে দায়িত্বশীলতা জরুরি, যা পাকিস্তানের নেই। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরমাণু হুমকির সামনে মাথা নোয়াবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে।
ভারতের বিরোধী দল কংগ্রেসও এই হুমকির নিন্দা জানিয়েছে এবং প্রশ্ন তুলেছে, কীভাবে আমেরিকা এমন একজনকে বিশেষ সম্মান দিচ্ছে।
গত মে মাসে পেহেলগাম ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু পানিচুক্তি বাতিল হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং চার দিনের যুদ্ধে বিরতি ঘটে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। ভারত হুমকি দিয়ে আসছে পাকিস্তানকে আর সিন্ধু পানির সরবরাহ বন্ধ করার।
সেনাপ্রধান আসিম মুনির ভারতের সিন্ধু নদীতে বাঁধ নির্মাণের জন্য পাকিস্তানের ধৈর্যের কথা উল্লেখ করে বলেন, ‘যখনই বাঁধের কাজ শেষ হবে, তখনই ১০টি মিসাইল মেরে তা ধ্বংস করে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সিন্ধু ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই।’
এসএন