একটা সময় ছিল যখন তারকারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে, যার কারণে তাদের প্রতি দর্শক কিংবা ভক্তদের আগ্রহও ছিল অনেক বেশি। কিন্তু সময়ের পরিক্রমায় এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। চিঠি, শুভেচ্ছা কার্ডের দিন পেরিয়ে দর্শক এখন তাদের সোশ্যালে অনুসরণ করেন এবং তারকারাও এ মাধ্যমেই তাদের সঙ্গে ভালোবাসার আদান-প্রদান করে থাকেন।
তারকারা এখন প্রতিনিয়তই কাজের খবরের পাশাপাশি তাদের তাদের জীবনযাপন, ক্যারিয়ার ভাবনা, ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগা প্রতিটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন।
যার কারণে এ মাধ্যমটি এখন হয়ে উঠেছে তারকা আর ভক্তের সম্পর্ক তৈরির নতুন সেতু।
সোশ্যালে চোখ রাখলেই দেখা যায়, দিনের পর দিন কিভাবে বেড়ে চলেছে তারকাদের ফলোয়ার বা অনুরাগীর সংখ্যা। মজার বিষয় হলো, এখন কোন তারকার কত ফলোয়ার, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।
খোঁজ নিয়ে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর দিক দিয়ে অভিনেতাদের মধ্যে এগিয়ে রয়েছেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব।
চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খানকেও অনুসারীর দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছেন ‘বড় ছেলে’। ফেসবুক এবং ইনস্টাগ্রামে তার মোট অনুসারীর সংখ্যা ৮৯ লাখ (ফেসবুকে ৭৯ লাখ, ইনস্টাগ্রামে ১০ লাখ)।
এ দুই মাধ্যমে শাকিব খানকে অনুসরণ করে প্রায় ৮০ লাখ দর্শক (ফেসবুকে ৭৪ লাখ, ইনস্টাগ্রামে ৫ লাখ ৯০ হাজারেরও বেশি)। তার পরেই রয়েছে মুশফিক ফারহান, যাকে অনুসরণ করেন ৭৯ লাখ দর্শক (ফেসবুকে ৬৭ লাখ, ইনস্টাগ্রামে ১২ লাখ)।
এরপর রয়েছেন সিয়াম আহমেদ, যাকে অনুসরণ করেন ৭৭ লাখ দর্শক (ফেসবুকে ৪৪ লাখ, ইনস্টাগ্রামে ৩৪ লাখেরও বেশি)। এরপর ৭৩ লাখ, ৬৫ লাখ এবং ৬২ লাখ অনুসারী নিয়ে পঞ্চম, ষষ্ঠ ও অবস্থানে রয়েছেন নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব এবং জিয়াউল হক পলাশ।
এরপর প্রায় ৫২ লাখ, ৪০ লাখ এবং ২৪ লাখ অনুসারী নিয়ে অষ্টম, নবম এবং দশম অবস্থানে রয়েছেন মোশাররফ করিম, আফরান নিশো এবং অনন্ত জলিল।
বলা দরকার, অনুসারীর সংখ্যা বেশি মানেই এই নয় যে তারকা হিসেবে তাদের অবস্থান শীর্ষে। অবস্থান নয় বরং ফলোয়ারের বিষয়টি দর্শক-শ্রোতার সঙ্গে সেতুবন্ধ হিসেবেই দেখেন বলে মনে করেন তারকারা।
উল্লেখ্য, অনুসারীর দিক দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১ কোটি ৩৩ লাখ (ফেসবুকে ৯৮ লাখ, ইনস্টাগ্রামে ৩৫ লাখেরও বেশি) অনুসারী নিয়ে শীর্ষে আছেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যেহেতু তিনি এখন অভিনয়ে অনিয়মিত তাই তাকে এই তালিকাভুক্ত করা হয়নি।
এফপি/এসএন