সিপিএলে অলরাউন্ডিং নৈপুণ্য দেখাতে মুখিয়ে সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে খেলবেন সাকিব আল হাসান। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুই বছরের বিরতিতে আবারও সিপিএল খেলতে ‍মুখিয়ে আছেন তিনি।

বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরেন সাকিব। ব্যাটে-বলে পারফর্ম করতে না পারলেও লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছেন তিনি। পিএসএলের পর এবার সিপিএলে নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি। ইংল্যান্ডে কয়েকদিনের অনুশীলন শেষে বাংলাদেশ সময় ১২ জুলাই রাতে অ্যান্টিগায় পৌঁছেছেন তারকা এই অলরাউন্ডার।

সবশেষ ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সিপিএল খেলেছিলেন তারকা এই অলরাউন্ডার। সেবার ৬ ম্যাচে ৯৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৮ উইকেট নিয়েছিলেন। এ ছাড়া বার্বাডোজ ট্রাইডেন্স এবং জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব। সবমিলিয়ে ৩৬ ম্যাচে ১৬.৫৯ গড় এবং ১০৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৪৮ রান করেছেন তিনি।



বোলিংয়ে ৬.৮২ ইকনোমি রেটে নিয়েছেন ৩৭ উইকেট। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ক্যারিয়ারসেরা ৬ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তাঁর ভালো লাগছে। সেই সঙ্গে তাদের হয়ে সিপিএল খেলতে তিনি মুখিয়ে আছেন।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নিয়েছে। আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি। আশা করছি এটা আমার তৃতীয় বছর হবে।’

নিজেদের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা ভালো দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও ভালো একটা দল পেয়েছি। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।’

অ্যান্টিগার নর্থ সাউন্ড এলাকার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে পাচ্ছেন সাকিব-ইমাদ ওয়াসিমরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারের নামে খেলার সুযোগ পাওয়াকে স্পেশাল হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পাশাপাশি স্যার ভিভ রিচার্ডের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি।

সাকিব বলেন, ‘আপনি ক্যারিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ড তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি তাঁর সঙ্গে দেখা হবে। সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং তাঁর অভিজ্ঞতাগুলো শেয়ার করবে।’

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একশ’র নিচে অলআউট হওয়ায় পাকিস্তানের কড়া সমালোচনা করলেন শোয়েব আখতার Aug 13, 2025
img
আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না : জি এম কাদের Aug 13, 2025
img
জুলাই গণ-অভ্যুত্থানে আহত সাংবাদিকদের প্রশিক্ষণের আহ্বান তথ্য উপদেষ্টার Aug 13, 2025
img
সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর ফোনালাপ Aug 13, 2025
img
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুদকের তিন কর্মকর্তা Aug 13, 2025
img
'দেখতে পুরুষের মতো' ম্রুণালের কটাক্ষের ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন বিপাশা Aug 13, 2025
img
নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ Aug 13, 2025
img
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার Aug 13, 2025
img
বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব Aug 13, 2025
img
নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ রাহুল গান্ধীর Aug 13, 2025
img
দূষণ রোধে প্রথমবারের মতো যাত্রীদের বিনা মূল্যে গণপরিবহনসেবা দেবে সুইজারল্যান্ড Aug 13, 2025
img
জুলাই সনদের আইনি স্বীকৃতিতে গড়িমসি বরদাস্ত হবে না: বুলবুল Aug 13, 2025
img
যত দিন যাচ্ছে গানের প্রতি আমার অ্যাটাচমেন্ট কমছে : অনুপম Aug 13, 2025
img
জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে: ধর্ম উপদেষ্টা Aug 13, 2025
img
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন গ্রেপ্তার Aug 13, 2025
img
বাংলা ছবির মর্যাদা ফেরাতে মমতা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত Aug 13, 2025
সৎ মায়ের বার্তা পেলেন সারা, জন্মদিন হয়ে উঠল বিশেষ! Aug 13, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় : রিজভী Aug 13, 2025
ইসরায়েলের চার শহরে ড্রোন হামলার দাবি হুতিদের, প্রতিক্রিয়া নেই নেতানিয়াহুর Aug 13, 2025
img
৪০ পেরিয়ে আজও যেন 'অষ্টাদশী' পূজা বাত্রা Aug 13, 2025