নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নারায়ণগঞ্জের মদনপুরের বাসিন্দা সিএনজি চালক আবুল বাশার (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী অটোরিকশা বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। কড়ইতলা তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের মধ্যে আনুমানিক এক ৫০ বছর বয়সী নারী এবং ৪৫ বছর বয়সী নারী রয়েছেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, এ ঘটনায় চারজনের মৃত্যু এবং ৩ জন আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে আহত ৫ জনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুজন মারা গেছেন। এরই মধ্যে দুজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএন/এসএন