মায়ামিতে লা লিগার ম্যাচ আয়োজন চায় বার্সেলোনা,রিয়ালের আপত্তি

২০১৮-১৯ মৌসুমে প্রথমবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে লা লিগার ম্যাচ আয়োজনের প্রস্তাব করেছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু ফিফা, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) ও যুক্তরাষ্ট্র সকার অ্যাসোসিয়েশনের আপত্তিতে তা আর সম্ভব হয়নি। এবার একই শহরে লা লিগার একটি ম্যাচ খেলতে চায় বার্সেলোনা ও ভিয়ারিয়াল। আরএফইএফের অনুমোদনের পর তারা যখন ফিফার দিকে তাকিয়ে, তখনই আপত্তি জানাল রিয়াল মাদ্রিদ।

চলতি বছরের ২০ ডিসেম্বর লা লিগার সপ্তদশ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-ভিয়ারিয়াল। যা মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে লা লিগা ও আরএফইএফ। ক্লাব দুটি এর আগেই তাতে সম্মতি দিয়েছে। কিন্তু স্পেনের বাইরে নিজেদের প্রধান কোনো লিগের ম্যাচ আয়োজনকে ‘অন্যায্য সুবিধা দেওয়ার পাশাপাশি অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে’ বলে মন্তব্য করেছে রিয়াল।

এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ তার সদস্য, সমর্থক ও সামগ্রিকভাবে ফুটবল সমর্থকদের কাছে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানাতে চায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অবহিত বা পরামর্শ না করে আরএফইএফ এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মায়ামিতে ম্যাচ আয়োজন হোম-অ্যাওয়ে লিগ ফরম্যাটে আঞ্চলিক পারস্পরিকতার মূল নীতি লঙ্ঘন করবে।’ একইসঙ্গে বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবল সংস্থা ও সুপ্রিম স্পোর্টস কাউন্সিলকে যেন চাপ দেয় সেজন্য উয়েফার দৃষ্টি আকর্ষণ করেছে রিয়াল মাদ্রিদ।

বেশ কয়েক বছর ধরেই লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের সঙ্গে মুখোমুখি অবস্থানে রিয়াল মাদ্রিদ। উভয়পক্ষের পাল্টাপাল্টি দোষারোপের ঘটনা স্প্যানিশ ফুটবলের ভক্তদের কাছে অজানা নয়। গত বছরই লা লিগা প্রধান জানিয়েছিলেন, ২০২৫-২৬ মৌসুমে নিজেদের প্রথম কোনো প্রতিযোগিতার ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে চান তিনি। ২০১৯ সালে প্রথমবার বার্সেলোনা-জিরোনা ম্যাচ সেখানে আয়োজনের চেষ্টা হয়েছিল। এরপর গত মৌসুমে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ আয়োজনও ব্যর্থ হয় ফিফার বিরোধীতায়।

বিদেশের মাটিতে নির্দিষ্ট কোনো দেশের লিগ আয়োজনের প্রভাব নিয়ে তদন্তও করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ছাড়া লা লিগার ম্যাচ আয়োজনে বাধা হওয়ায় ফিফার গভর্নিং বডিকে আইনি পথেও নিয়ে যায় লা লিগার যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়িক অংশীদার ‘রেলেভেন্ট স্পোর্টস’। কেবল লা লিগাই শীর্ষ ইউরোপিয়ান লিগ হিসেবে বিদেশে ম্যাচ আয়োজনে ইচ্ছুক নয়, ইতালি ফুটবল ফেডারেশনও ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মাঠে এসি মিলান বনাম কোমো’র সিরি–আ’র ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।

এদিকে, লা লিগার পরিকল্পনা বাস্তবায়নে আরও অনেক পক্ষের সম্মতি লাগবে। এখনও উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনকাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা-গোলাগুলি, ভারতীয় সেনা নিহত Aug 13, 2025
img
মার্কিন কূটনীতি থামিয়ে দিল ভারত-পাকিস্তানের সংঘাত Aug 13, 2025
img
শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে : রাশেদ খাঁন Aug 13, 2025
img
পথকুকুর রক্ষায় সরব হয়ে ট্রোলের শিকার ‘অনুপমা’ অভিনেত্রী Aug 13, 2025
img
প্লট দুর্নীতি: হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Aug 13, 2025
img
পাক-ভারত ম্যাচ নিয়ে ক্ষুব্ধ হরভজনের প্রশ্ন, ‘তাদের কেন এত গুরুত্ব দেই?’ Aug 13, 2025
নাথান কেলির ক্লাসে টাইগারদের হাঁসফাঁস; মাটিতে লুটিয়ে পড়লেন শান্ত-শরিফুলরা" Aug 13, 2025
img
প্রেম -অভিমান আর দূরত্ব,টুইস্টে ভরপুর ‘পরম সুন্দরী’ ট্রেলার Aug 13, 2025
সৌদি জাহাজে ইসরাইলের জন্য গোপনে অস্ত্র? Aug 13, 2025
মালয়েশিয়াকে হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার Aug 13, 2025
বালু তোলাতো কোনো সরকার বন্ধ করতে পারলো না: চরবাসী Aug 13, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন জটিলতা তৈরি ছাড়া কোনো উদ্দেশ্য নেই: রিজভী Aug 13, 2025
img
কলকাতার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা বাধ্যতামূলক করতে আজ দ্বিতীয় দফার বৈঠক Aug 13, 2025
img
নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ, এনসিপিতে যোগ দেবেন? Aug 13, 2025
img
চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী : মোমিনুল আমিন Aug 13, 2025
img
খালেদা জিয়ার জন্মদিন পালনে বিএনপির দোয়া মাহফিলের কর্মসূচি Aug 13, 2025
img
টরেন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’ Aug 13, 2025
img
শাকিব-শেহজাদের খুনসুটি, বুবলীর পোস্টে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া Aug 13, 2025
img
পান্তের প্রতি মুগ্ধ হেইডেন কন্যা Aug 13, 2025
img
প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইউএফসি লড়াই আয়োজন Aug 13, 2025