পাক-ভারত ম্যাচ নিয়ে ক্ষুব্ধ হরভজনের প্রশ্ন, ‘তাদের কেন এত গুরুত্ব দেই?’

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সংঘাতের রেশ ক্রিকেটের ২২ গজেও ছড়িয়েছিল। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। সেই ধারাবাহিকতায় ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ পাকিস্তানের সঙ্গে ম্যাচ থেকে নাম সরিয়ে নেয় ভারতীয় সাবেক তারকারা।

দেশটির সাবেক ক্রিকেটারদের দাবি ছিল, আন্তর্জাতিক ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটের। এমন উত্তেজনায় অনেকটা অনিশ্চয়তায় ছিল এশিয়া কাপের ভাগ্য। তবে গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে আসন্ন এশিয়া কাপেই হাই-ভোল্টেজ লড়াইয়ে নামছে দুই দল। অন্তত টুর্নামেন্টের সূচি তেমনটাই বলছে।

এশিয়া কাপে ভারতীয় টিমকে খেলার অনুমোদন দিয়েছে বিসিসিআই। পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ম্যাচ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। ভারত এবং পাকিস্তান এশিয়া কাপে তিনবার একে অপরের বিপক্ষে খেলতে পারে। গ্রুপ পর্বের ম্যাচটি ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুই দলের সুপার ফোর এবং ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলার বিষয়ে টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলতে গিয়ে সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘তাদের বুঝতে হবে, কোনটা গুরুত্বপূর্ণ ও কোনটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে ব্যাপারটা এমনই। যেসব সৈন্য সীমান্তে আছেন, পরিবারের সঙ্গে দেখা হয় না সেভাবে, কখনো কখনো নিজেদের জীবন উৎসর্গ করছেন এবং আর কখনোই বাড়ি ফেরেন না, তাদের ত্যাগ আমাদের সবার জন্যই অনেক বড় ব্যাপার। সে তুলনায় একটি ক্রিকেট ম্যাচ ছাড়াটা খুবই সামান্য বিষয়।’



হরভজন আরও বলেন, 'আমাদের সরকারের একই অবস্থান, 'খুন অউর পানি এক সাথ নাহি বেহ সক্তে।' (রক্ত আর ঘাম একসাথে বইতে পারে না)। সীমান্তে লড়াই, দুই দেশের মধ্যে উত্তেজনা, আর আমরা ক্রিকেট খেলতে যাই, এমনটা হতে পারে না। যতক্ষণ না এই বড় সমস্যাগুলোর সমাধান হয়, ক্রিকেট খুবই ছোট বিষয়। দেশ সর্বদা সবার আগে আসে।' তিনি ব্যাখ্যা করে বলেন, ‘আমাদের যা কিছু পরিচয়, সবই এই দেশের জন্য। সেটা আপনি খেলোয়াড়, অভিনেতা কিংবা যাই হোন কেউ জাতির চেয়ে বড় নয়। সবার আগে দেশ এবং যে দায়িত্ব আসে, সেটা পালন করতেই হবে। দেশের বিষয়ে ক্রিকেট ম্যাচ না খেলাটা খুবই সামান্য ব্যাপার।’

পাকিস্তানের সমালোচনাও করেন হরভজন, ‘আমরা কেন তাদের এত গুরুত্ব দিই? তারা কি এতটাই গুরুত্বপূর্ণ? এতটাই গুরুত্বপূর্ণ যে সংবাদের সব চ্যানেলেই তাদের দেখাবে? যখন তাদের বর্জন করবেন, কথা বলতে চাইবেন না, তাহলে (মিডিয়ায়) দেখানোর কী প্রয়োজন? এটা গণমাধ্যমের দায়িত্ব। তাদের আগুন উসকে দেওয়া উচিত নয়।’

আরও বলেন, ‘যেটা বলেছি, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে (ভারতের) ক্রিকেটারদের হাত মেলানো অনুচিত। মিডিয়াতেও তাদের দেখানো এবং প্রতিক্রিয়া প্রচার করা উচিত নয়। দেশে বসে তারা যা খুশি বলতে পারে, কিন্তু তাদের তুলে ধরাটা উচিত নয় আমাদের জন্য।’

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রেকর্ড ভেঙে ম্যানসিটিতে আসা গ্রিলিশ ধারে খেলতে ক্লাব ছাড়লেন Aug 13, 2025
img
পুজোয় লাল পোশাকে পাশাপাশি দেব-শুভশ্রী, ভাইরাল বড়মার মন্দিরের দৃশ্য Aug 13, 2025
img
তাইওয়ানে আঘাত হানল টাইফুন পোদুল Aug 13, 2025
img
জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদির যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি Aug 13, 2025
img
জীবনকে নতুনভাবে শুরু করেছেন জেরিন খান Aug 13, 2025
img
জয়পুরহাটে ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্থান্তর করল বিএসএফ Aug 13, 2025
img
সোনু নিগমের সঙ্গে পরদেসিয়াতে বলিউড মাতালেন কৃষ্ণকলি Aug 13, 2025
img
টেলিফোনে কিমকে ধন্যবাদ জানালেন পুতিন Aug 13, 2025
img
জায়েদ খানের হাফ প্যান্ট ও গেঞ্জি নিয়ে প্রশ্ন জেমসের Aug 13, 2025
img
ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরি, র‍্যাঙ্কিংয়ে বড় চমক Aug 13, 2025
img
এ বছর বিয়ে নয়, নিজেকে গুছিয়ে নিতে চাইছেন ঋতাভরী Aug 13, 2025
img
জম্মুতে ট্র্যাফিক আইন ভঙ্গ, অক্ষয় কুমারের গাড়ি আটক Aug 13, 2025
img
কারও ব্যক্তিগত বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা Aug 13, 2025
img
আসন্ন ঈদে ‘প্রিন্স’ হচ্ছেন শাকিব, ‘রাক্ষস’ সিয়াম Aug 13, 2025
img
ওষুধ শিল্পে সংকট ও ঝুঁকি তৈরি হওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ Aug 13, 2025
img
ইলন মাস্কের এআই গ্রক ট্রাম্পকে ডেকেছে ‘কুখ্যাত অপরাধী’ Aug 13, 2025
img
প্রকৃত নেতারা কখনো দলের দুঃসময়ে পালায় না : মোস্তফা জামান Aug 13, 2025
img
গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পাঠাতে চায় ইসরায়েল Aug 13, 2025
img
১৫ আগস্ট পালন প্রসঙ্গে জাহেদ উর রহমানের মন্তব্য Aug 13, 2025
img
১৯ বছর পর আবারও বিটিভির পর্দায় নতুন কুঁড়ি Aug 13, 2025