গেল সোমবার জিম্বাবুয়ের মাটিতে দক্ষিণ আফ্রিকার যুবাদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘ সফর শেষ করে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ যুবারা। বিমানবন্দরে দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন বাংলাদেশ যুব দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ।
কঠিন কন্ডিশনে ক্রিকেটাররা মানিয়ে নেওয়ায় খুশি নাভিদ বলেন, 'আমি মনে করি একটি দল হিসেবে আমরা সত্যিই খুব ভালো পারফর্ম করেছি। এটা একটা দীর্ঘ, ক্লান্তিকর সফর ছিল। আমরা ৩০ দিনের মধ্যে ১১টি ম্যাচ খেলেছি, তাই এটা সহজ ছিল না। সমস্ত ভ্রমণ, ক্রিকেট এবং প্রশিক্ষণ এবং এই সমস্ত কিছুর সাথে, এটি একটি কঠিন সফর ছিল।'
'সাউথ আফ্রিকার মাটিতে বিভিন্ন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া, জিম্বাবুয়েতে যাওয়া; সেখানকার পরিস্থিতি সাউথ আফ্রিকার থেকে বেশ ভিন্ন ছিল। তাই আমি মনে করি ছেলেরা সত্যিই ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে এবং মূল বিষয় ছিল যে আমরা দেখেছি বিভিন্ন খেলোয়াড়রা যখন পরিস্থিতি তৈরি হয়েছে তখন দায়িত্ব নিয়েছে, তাই এটা দেখতে সত্যিই ভালো লেগেছে।'
নাভিদ জানিয়েছেন পরিশ্রমে বিশ্বাসের কথা, 'আমি ভাগ্যে বিশ্বাসী মানুষ নই। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। তাই আমি মনে করি ছেলেরা গত এক বছর বা তার বেশি সময়ে অনেক পরিশ্রম করেছে। আর এখন আমি মনে করি আমাদের বসে পরিকল্পনা করার এবং আমরা যে বিকল্পগুলো নিচ্ছি সেগুলোতে স্মার্ট হওয়ার এবং আগামী ছয় মাসে একটি ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে।'
পরে দলের অধিনায়ক হিসেবে আজিজুল হাকিম তামিমকে নেতার অ্যাখা দিয়ে নাভিদ বলেন, 'তামিম একজন ভালো নেতা এবং সে গত এক বছর বা তার বেশি সময় ধরে তা দেখিয়েছে যে সে দলটিকে ভালোভাবে নেতৃত্ব দিতে সক্ষম এবং সে খুবই দক্ষ।'
পিএ/এসএন