তথ্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সক্রিয় হয়ে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে কাজ করার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, রাষ্ট্রের নীতি, উন্নয়ন কর্মসূচি ও সাফল্যের প্রচারে তথ্য অধিদফতর প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। সত্যনিষ্ঠ তথ্য প্রচারের ব্যবস্থা করে আস্থা অর্জন করার মধ্য দিয়ে হবে বৈষম্যহীন দেশ গড়ায় ভূমিকা রাখতে হবে।
বুধবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এআই এর যুগে অপতথ্য ও গুজব খুব দ্রুত ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ছে জানিয়ে সচিব মাহবুবা ফারজানা বলেন, এসব রোধে কাজ করতে হবে। সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের সঙ্গে সবসময় ভালো যোগাযোগ রাখার তাগিদ দেন তিনি। শুধু মন্ত্রী কিংবা উপদেষ্টার হয়ে নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে।
নির্বাচন সামনে রেখে তথ্য মন্ত্রণালয় তথ্য সেল গঠন করবে জানিয়ে সচিব বলেন, দেশে একটি অর্থবহ নির্বাচন করতে জনসংযোগ কর্মকর্তাদের সহায়তা খুবই প্রয়োজন।
ইউটি/এসএন