সন হিউং মিনের বিদায়ের পর টটেনহাম হটস্পারের নতুন অধিনায়ক হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ইউরোপা লিগের শিরোপা জিতে ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পর এক দশকের লন্ডন অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব এলএএফসিতে যোগ দিয়েছেন সন।
ট্রান্সফার উইন্ডোর শুরুতে রোমেরোর ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থেকে গেছেন তিনি। নতুন কোচ থমাস ফ্রাঙ্ক দায়িত্ব নেওয়ার পরই তাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। ফ্রাঙ্ক মনে করেন, ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের মধ্যে অধিনায়কত্বের সব গুণাবলি আছে।
ফ্রাঙ্ক বলেন, ‘রোমেরো এই দায়িত্ব পেয়ে গর্বিত ও আনন্দিত। মাঠে তার পারফরম্যান্স ও আচরণ দিয়ে তিনি দলকে এগিয়ে নেন এবং মাঠের বাইরেও খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন।
আমি একটি নেতৃত্ব গোষ্ঠীও গঠন করব, যেখানে আরো চার-পাঁচজন সিনিয়র খেলোয়াড় থাকবেন।
২০২১ সালে আতালান্তা থেকে টটেনহামে যোগ দেন রোমেরো। সনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা এই ডিফেন্ডার নিয়মিত প্রথম একাদশে থাকেন। তবে দলের আরেক সিনিয়র খেলোয়াড় জেমস ম্যাডিসন হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বড় অংশ মিস করবেন।
আগামী শনিবার প্রিমিয়ার লিগে নবউন্নীত বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে টটেনহাম।
ইউটি/এসএন