হলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের শীর্ষেই রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর নামটি। বিশ্বব্যাপি এই তারকাকে চেনেন না, এমন কোনো সিনেমাপ্রেমী হয়তো খুঁজে পাওয়া যাবেনা। ‘টাইটানিক’, ‘দ্য রেভেনেন্ট’, ‘দ্য অ্যাভিয়েটর’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর মতো দারুণ সব ছবিতে অভিনয় করে অনেক আগেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন এই তারকা।
সম্প্রতি ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৫০ বছর বয়েসিকে জেরা করেছে স্প্যানিশ পুলিশ। ইবিজায় একটি প্রাইভেট পার্টিতে ডিক্যাপ্রিও ছিলেন তার বান্ধবী ভিটোরিয়া সেরেত্তিকে (২৭) নিয়ে। মডেল কেন্ডাল জেনার, ডিক্যাপ্রিওর দীর্ঘদিনের বন্ধু এবং স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টোবি ম্যাগুয়ারসহ বেশ কয়েকজন বন্ধুদের সঙ্গে তারা রাস্তায় ছিলেন। সেখানেই নিরাপত্তা সংক্রান্ত তল্লাশির মুখোমুখি হতে হয় অভিনেতাকে।
কোনোরকম দ্বিধা ছাড়াই পুলিশকে তল্লাশি করতে দিয়েছেন ডিক্যাপ্রিও। তিনি নিজের মাথা-মুখ কিছুই আড়াল করার চেষ্টাও করেন নি। প্রত্যক্ষদর্শীরা ডেইলি মেইলকে জানান, শেষ পর্যন্ত পুলিশের কাছে নিজের পরিচয় দেন অভিনেতা। তখন তার পরিচয়পত্র জানতে চান পুলিশ।
এমকে/টিএ