মেহেরপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর কোতোয়ালি থানার মৃত মশিয়ার রহমানের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৫), সাতক্ষীরা কালিগঞ্জ থানার হারান সরকারের স্ত্রী সুলতা সরকার (৪২), সাতক্ষীরা শ্যামনগর থানার মহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা (৩৫) এবং মাদারীপুর রাজৈর থানার ধ্রুব বারুরীর স্ত্রী তৃপ্তী বারুরী (৩৫)।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন রোগের চিকিৎসার উদ্দেশে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দারিয়াপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।
পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, একজন পুরুষ ও তিনজন নারীসহ চারজনকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। তাদেরকে আটক করে থানায় আনা হয়েছে। নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত তিন মাসে মুজিবনগরসহ মেহেরপুর জেলায় বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ প্রায় দেড়শত জনকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ।