বাজে মৌসুম কাটিয়েও রাঙ্কিংয়ে রিয়ালের ধারে কাছেও নেই বার্সা

সবশেষ মৌসুমটা বেশ হতাশাজনক-ই ছিল রিয়াল মাদ্রিদের জন্য। কতটা হতাশার? একঝাঁক তারকা ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলার নিয়েও কোনো মেজর ট্রফি জিততে পারেনি তারা। কিন্তু তার পরও উয়েফা ক্লাব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।


অথচ লা লিগাসহ একাধিক শিরোপা জিতেও বার্সেলোনার জায়গা হয়নি সেরা আটে। অন্যদিকে ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জিতে দারুণ একটি মৌসুম কাটানোর পরও সেরা পাঁচে জায়গা হয়নি ফরাসি ক্লাব পিএসজির।

নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের ক্লাবগুলোর র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে উয়েফা। যেখানে সেরা দশে অবস্থান করছে শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোই। গত মৌসুমে মেজর কোনো ট্রফি জিততে না পারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। যদিও গত মৌসুমের তুলনায় ২৬ পয়েন্ট কমেছে তাদের। বর্তমানে ১১৭.৫ পয়েন্ট নিয়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্টরা।

অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের পয়েন্ট ১০৮.২৫। তাদের তুলনায় ১ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে ইন্টার মিলান। সবশেষ মৌসুমের আগে ছয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। চারে নেমে যাওয়া ম্যানসিটির পয়েন্ট ১০২.৭৫। অন্যদিকে প্রিমিয়ার লিগ জিতলেও অবনতি হয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের। সবশেষ মৌসুমের আগে চারে থাকা ক্লাবটি এবার ১০১.৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচে।

অবনতি হয়েছে ফরাসি ক্লাব পিএসজিরও। ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জয়; সব মিলিয়ে নিজেদের ইতিহাসে স্মরণীয় একটি মৌসুম কাটিয়েছে তারা। তারপরও একধাপ নিচে নেমে ছয়ে অবস্থান করছে ক্লাবটি। ৯৪.৫ পয়েন্ট তাদের। উন্নতি হয়েছে বুন্দেসলিগার রানার-আপ লেভারকুসেনের। পাঁচ ধাপ এগিয়ে ৮৫.২৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে তারা। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ৮৪.৭৫ পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থানে আছে।

এদিকে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ কাপ জয়ী বার্সেলোনার এক ধাপ উন্নতি হয়েছে। ৮৩.২৫ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে তারা। সেরা দশে জায়গা ধরে রেখেছে ইতালিয়ান ক্লাব রোমা। ৮০.৫ পয়েন্ট তাদের খাতায়।

শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা পর্তুগালের ক্লাব বেনফিকা চার ধাপ এগিয়ে ১১তম স্থানে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৭৭.৭৫।

মূলত উয়েফা ক্লাব র‌্যাঙ্কিং- ক্লাবগুলোর উয়েফার প্রতিযোগিতায় পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যা গত পাঁচ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফলাফল থেকে হিসেব করা হয়। প্রতিটি ক্লাবের মোট পয়েন্ট গণনা করে তাদের র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। যার কারণে ২০২৪-২৫ মৌসুমটা বাজে কাটলেও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। অন্যদিকে ঘরোয়া লিগে দারুণ ছন্দে থেকেও উয়েফার র‌্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি হয়নি বার্সেলোনার। আর গত পাঁচ মৌসুমের ফল বিবেচনায় এবার স্মরণীয় মৌসুম কাটিয়েও উন্নতি হয়নি পিএসজির

আইআর/টিএ

Share this news on:

সর্বশেষ

ভালোবাসা, ভাঙন আর বেঁচে থাকার গল্প বললেন নুসরাত ফারিয়া Aug 14, 2025
img
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির Aug 14, 2025
যে কারণে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের Aug 14, 2025
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা Aug 14, 2025
img
‎‎মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট Aug 14, 2025
img
মোদির মতে, ‘এআই’ মানে আমেরিকান-ইন্ডিয়ান Aug 14, 2025
img
আমাদের কাছে ব্রহ্মস আছে, পাকিস্তানকে ওয়াইসির কড়া বার্তা Aug 14, 2025
img
জাফলংয়ে বালু-পাথর লুটপাট ঠেকাতে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা Aug 13, 2025
img
আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য: মিষ্টি জান্নাত Aug 13, 2025
img
উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম Aug 13, 2025
img
ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার এই সুযোগ আগে আসেনি: চরমোনাই পীর Aug 13, 2025
img
কোহলির সঙ্গে বাবরের তুলনা নিয়ে ক্ষোভ প্রকাশ শেহজাদের Aug 13, 2025
img
বাবা ও মাকে বড় রেস্তোরাঁয় নিয়ে ধনীদের মাঝে নার্ভাস ছিলাম : অমিতাভ Aug 13, 2025
img
বাজে মৌসুম কাটিয়েও রাঙ্কিংয়ে রিয়ালের ধারে কাছেও নেই বার্সা Aug 13, 2025
img
ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় প্রাণ গেল ২০ জনের Aug 13, 2025
img
বাংলাদেশে নিজের বিচার হওয়া নিয়ে যা বললেন টিউলিপ Aug 13, 2025
img
চক্রান্তে হেরে গেছেন নেতানিয়াহু, দাবি নিউজিল্যান্ডের Aug 13, 2025
img
আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ হতে হবে : হারুন চৌধুরী Aug 13, 2025
img
দীর্ঘ বিরতির পর ফিরছেন সামীরা রেড্ডি Aug 13, 2025
img
মিথিলাকন্যা আইরাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন সৃজিত Aug 13, 2025