উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম

উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট পিএসজি ও টটেনহ্যাম হটস্পার। প্রথমবার ফাইনালে পা রেখে শিরোপায় চোখ ইংলিশ জায়ান্টদের। অন্যদিকে, নিজেদের সেরাটা দেওয়ার বার্তা ফরাসিদের। ইউসিএল ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের এই লড়াই মাঠে গড়াবে বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১টায়।

সবশেষ মৌসুমটা কোনোভাবেই ভুলতে চাইবে না ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপের আগে ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সও ঘরে তুলেছিল। সেই সঙ্গে শত চেষ্টার পর বহুল কাঙ্খিত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে প্যারিসিয়ানরা। যার পেছনের কারিগর মাস্টার মাইন্ড লুই এনরিকে। তার হাত ধরে নতুন মৌসুমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে পিএসজি। উয়েফা সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম হর্টস্পার।

লম্বা ব্যস্ততার কারণে নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা। সরাসরি শিরোপার লড়াইয়ে নামতে হচ্ছে ফরাসি জায়ান্টদের। আগামী সপ্তাহে নতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে লিগ মিশন। তার আগে উয়েফা সুপার কাপে ইউসিএল চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ীদের। লুই এনরিকের জন্য ইতিবাচক ব্যাপার, ইনজুরি মুক্ত স্কোয়াড নিয়ে মৌসুম শুরু করতে পারছেন। গেল মৌসুম থেকে একটি পরিবর্তন আসতে যাচ্ছে দলে। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা বিদায় নিচ্ছেন পিএসজি শিবির থেকে। তার জায়গায় একাদশে থাকবেন লুকাস শেভালিয়ার।

সবশেষ ক্লাব বিশ্বকাপের ম্যাচে উইলিয়ান পাচো এবং লুকাস হার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে ছিলেন না একাদশে। জোয়াও নেভাস আছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞায়। তাছাড়া এনিরেক দল সাজাতে পাচ্ছেন দেম্বেলে, রুইজ, মেন্ডিস, পাচো , হাকিমি, মার্কুইনোসদের। জয় দিয়ে মৌসুম শুরু করতে চান এনরিকে।




তিনি বলেন, ‘আমি জানি না কেমন ম্যাচ হবে। ওরা গেল ১ মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। আমরা ১ সপ্তাহ অনুশীলন করছি। এটা কোনো অজুহাত নয়। তবে কঠিন ম্যাচ হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়ব। গেল ৬ মাসে যেভাবে ইংলিশ ক্লাবের বিপক্ষে লড়াই করেছি টটেনহ্যামের বিপক্ষেও সেভাবে লড়ব আমরা।’

টটেনহ্যাম হটস্পার নিশ্চয়ই ভুলে যেতে চাইবে গেল মৌসুমটা। ১৭ নম্বরে থেকে কোনোরকমে রেলিগেশন এড়িয়েছে স্পার্স। যে কারণে বহিষ্কার করা হয়েছে কোচকে। নতুন কোচ থমাস ফ্যাঙ্কের অধীনে মৌসুম শুরু করবে ইংলিশ জায়ান্টরা। তাদের জন্য শুরুতে কঠিন পরীক্ষা। সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি।

টটেনহ্যামরে জন্য লড়াইটা প্রথমবার শিরোপা জয়ের। এর আগে কখনো এই টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেনি। গেল ১ মাস ধরে মৌসুমের প্রস্তুতি নিচ্ছে তারা। খেলেছে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ। যেখানে একমাত্র বায়ার্ন মিউনিখ ব্যতীত সবার বিপক্ষেই জয় পেয়েছে তারা। তাই কঠিন লড়াই হলেও জয় পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি।

হটস্পারের কোচ বলেন, ‘আমরা এই কদিন কিভাবে খেলতে চাই সেটায় অভ্যস্ত হতে চেষ্টা করেছি। পিএসজি কঠিন প্রতিপক্ষ। তবে আমার নিজেদের ধারায় খেলতে চাই।’

দুই দলের একমাত্র সাক্ষাতে জয় রয়েছে টটেনহ্যাম হটস্পারের।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাম্মির বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফের সঙ্গে আমার কথা হয় : অপু Aug 14, 2025
img
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯ Aug 14, 2025
img
লুটের পাথর উদ্ধার, ২৪ ঘণ্টা যৌথবাহিনীসহ ৫ উদ্যোগ প্রশাসনের Aug 14, 2025
img
ভারতীয়দের নিয়ে এবার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত Aug 14, 2025
img
এনসিপি সরকারে না গিয়েও তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে : খোকন Aug 14, 2025
img
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম! Aug 14, 2025
ভালোবাসা, ভাঙন আর বেঁচে থাকার গল্প বললেন নুসরাত ফারিয়া Aug 14, 2025
img
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির Aug 14, 2025
যে কারণে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের Aug 14, 2025
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা Aug 14, 2025
img
‎‎মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট Aug 14, 2025
img
মোদির মতে, ‘এআই’ মানে আমেরিকান-ইন্ডিয়ান Aug 14, 2025
img
আমাদের কাছে ব্রহ্মস আছে, পাকিস্তানকে ওয়াইসির কড়া বার্তা Aug 14, 2025
img
জাফলংয়ে বালু-পাথর লুটপাট ঠেকাতে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা Aug 13, 2025
img
আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য: মিষ্টি জান্নাত Aug 13, 2025
img
উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম Aug 13, 2025
img
ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার এই সুযোগ আগে আসেনি: চরমোনাই পীর Aug 13, 2025
img
কোহলির সঙ্গে বাবরের তুলনা নিয়ে ক্ষোভ প্রকাশ শেহজাদের Aug 13, 2025
img
বাবা ও মাকে বড় রেস্তোরাঁয় নিয়ে ধনীদের মাঝে নার্ভাস ছিলাম : অমিতাভ Aug 13, 2025
img
বাজে মৌসুম কাটিয়েও রাঙ্কিংয়ে রিয়ালের ধারে কাছেও নেই বার্সা Aug 13, 2025