উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট পিএসজি ও টটেনহ্যাম হটস্পার। প্রথমবার ফাইনালে পা রেখে শিরোপায় চোখ ইংলিশ জায়ান্টদের। অন্যদিকে, নিজেদের সেরাটা দেওয়ার বার্তা ফরাসিদের। ইউসিএল ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের এই লড়াই মাঠে গড়াবে বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১টায়।
সবশেষ মৌসুমটা কোনোভাবেই ভুলতে চাইবে না ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপের আগে ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সও ঘরে তুলেছিল। সেই সঙ্গে শত চেষ্টার পর বহুল কাঙ্খিত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে প্যারিসিয়ানরা। যার পেছনের কারিগর মাস্টার মাইন্ড লুই এনরিকে। তার হাত ধরে নতুন মৌসুমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে পিএসজি। উয়েফা সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম হর্টস্পার।
লম্বা ব্যস্ততার কারণে নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা। সরাসরি শিরোপার লড়াইয়ে নামতে হচ্ছে ফরাসি জায়ান্টদের। আগামী সপ্তাহে নতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে লিগ মিশন। তার আগে উয়েফা সুপার কাপে ইউসিএল চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ীদের। লুই এনরিকের জন্য ইতিবাচক ব্যাপার, ইনজুরি মুক্ত স্কোয়াড নিয়ে মৌসুম শুরু করতে পারছেন। গেল মৌসুম থেকে একটি পরিবর্তন আসতে যাচ্ছে দলে। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা বিদায় নিচ্ছেন পিএসজি শিবির থেকে। তার জায়গায় একাদশে থাকবেন লুকাস শেভালিয়ার।
সবশেষ ক্লাব বিশ্বকাপের ম্যাচে উইলিয়ান পাচো এবং লুকাস হার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে ছিলেন না একাদশে। জোয়াও নেভাস আছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞায়। তাছাড়া এনিরেক দল সাজাতে পাচ্ছেন দেম্বেলে, রুইজ, মেন্ডিস, পাচো , হাকিমি, মার্কুইনোসদের। জয় দিয়ে মৌসুম শুরু করতে চান এনরিকে।
তিনি বলেন, ‘আমি জানি না কেমন ম্যাচ হবে। ওরা গেল ১ মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। আমরা ১ সপ্তাহ অনুশীলন করছি। এটা কোনো অজুহাত নয়। তবে কঠিন ম্যাচ হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়ব। গেল ৬ মাসে যেভাবে ইংলিশ ক্লাবের বিপক্ষে লড়াই করেছি টটেনহ্যামের বিপক্ষেও সেভাবে লড়ব আমরা।’
টটেনহ্যাম হটস্পার নিশ্চয়ই ভুলে যেতে চাইবে গেল মৌসুমটা। ১৭ নম্বরে থেকে কোনোরকমে রেলিগেশন এড়িয়েছে স্পার্স। যে কারণে বহিষ্কার করা হয়েছে কোচকে। নতুন কোচ থমাস ফ্যাঙ্কের অধীনে মৌসুম শুরু করবে ইংলিশ জায়ান্টরা। তাদের জন্য শুরুতে কঠিন পরীক্ষা। সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি।
টটেনহ্যামরে জন্য লড়াইটা প্রথমবার শিরোপা জয়ের। এর আগে কখনো এই টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেনি। গেল ১ মাস ধরে মৌসুমের প্রস্তুতি নিচ্ছে তারা। খেলেছে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ। যেখানে একমাত্র বায়ার্ন মিউনিখ ব্যতীত সবার বিপক্ষেই জয় পেয়েছে তারা। তাই কঠিন লড়াই হলেও জয় পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি।
হটস্পারের কোচ বলেন, ‘আমরা এই কদিন কিভাবে খেলতে চাই সেটায় অভ্যস্ত হতে চেষ্টা করেছি। পিএসজি কঠিন প্রতিপক্ষ। তবে আমার নিজেদের ধারায় খেলতে চাই।’
দুই দলের একমাত্র সাক্ষাতে জয় রয়েছে টটেনহ্যাম হটস্পারের।
কেএন/এসএন