পরপর দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া কাপ সামনে রেখে ৬ আগস্ট (বুধবার) থেকে তাদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। প্রথমদিকে সব ক্রিকেটার না থাকলেও ধীরে ধীরে যোগ দিয়েছেন তারা। কেবল বাকি রয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চুলের চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ডানহাতি এই ব্যাটার। গণমাধ্যমকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, তাওহীদ হৃদয় আগামী ২০ আগস্ট সিলেটে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন। এদিকে, ইংল্যান্ডের লন্ডন ব্রিজের সামনে দাঁড়িয়ে নিজের ফেসবুক পেজে স্থিরচিত্র শেয়ার করেছেন হৃদয়।
বর্তমানে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্যাম্প করছে বাংলাদেশ দল। ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম কয়েকদিন জাতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে অনুশীলন করেছে টাইগাররা। এরপর বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবেন শান্ত–তামিম–তাসকিনরা।
আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। তিন ম্যাচ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে সিলেটে।
এফপি/এসএন