জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দুর্দান্ত পারফরমেন্স করেছেন কিউই পেসার ম্যাট হেনরি। দুই টেস্টে ১৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। হয়েছেন সিরিজ সেরাও। যার প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে।
আইসিসি বুধবার (১৩ আগস্ট) সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন ম্যাট হেনরি। আগে তার অবস্থান ছিল চার নম্বরে। এক ধাপ অবনতি হয়ে চারে নেমে গেছেন অজি পেসার প্যাট কামিন্স।
ম্যাট হেনরির রেটিং পয়েন্ট এখন ৮৪৬। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৫১) থেকে যা মাত্র ৫ পয়েন্ট কম। ৮৮৯ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ।
বুলাওয়ায়োতে প্রথম টেস্টে জয়ের পথে ৯ উইকেট নিয়ে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেন হেনরি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট ৭ উইকেট নেন তিনি। ম্যাচটি ইনিংস ও ৩৫৯ রানে জেতে কিউইরা। সিরিজে সেরার পুরস্কার ওঠে ৩৩ বছর বয়সি এই ক্রিকেটারের হাতে।
এদিকে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৯ উইকেট নেয়া কিউই পেসার জ্যাকারি ফোকস ৬১তম স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়াও উন্নতি হয়েছে কিউই ব্যাটসম্যানদেরও।
১৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন রাচিন রবীন্দ্র। কনওয়ের উন্নতি ৭ ধাপ, আছেন ৩৭তম স্থানে। আর ৬ ধাপ এগিয়ে নিকোলসের অবস্থান ৪৭তম। জিম্বাবুয়ের নিক ওয়েলচ ১১ ধাপ উন্নতি করে ৯৮ নম্বরে উঠে এসেছেন।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে প্রথম আগের মতো শীর্ষে ইংল্যান্ডের জো রুট। আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা।
এফপি/এসএন