‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

দুই দিন আগে বিরোধী নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’ অভিযোগ তুলে বিরোধী সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনে অভিযান করেছিলেন। এবার, কংগ্রেস জানিয়েছে যে তিনি বিহারের ভোটার তালিকায় মৃত হিসেবে ঘোষণা হওয়া সাতজন ভোটারের সঙ্গে নিজের বাসভবনে চা খেতে এবং আলোচনা করতে বসেছেন।

কংগ্রেস দলের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা রাহুল গান্ধী নিজেও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, চারজন নারী ও তিনজন পুরুষ ভোটারের সঙ্গে রাহুল বসে চা খাচ্ছেন।

রাহুল তাদের হাতে চা তুলে দিয়ে তাদের সঙ্গে কথাও বলছেন। পরে, তিনি তাদের স্বাগত জানিয়ে অফিসের ঘরে নিয়ে যান এবং সেখানে একটি দীর্ঘ টেবিলের চারপাশে সবাই বসেন।
রাহুল প্রশ্ন করেন, ‘শুনলাম, আপনারা আর বেঁচে নেই।’ এর পর একজন উত্তর দেন, ‘আমাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে।

’ রাহুল আবার প্রশ্ন করেন, ‘কীভাবে জানলেন?’ উত্তরে ওই ব্যক্তি জানান, ‘ভোটার তালিকা পরীক্ষা করে দেখলাম।’ এরপর, ভিডিওতে রামইকবাল রায়ের ভোটার কার্ডটি দেখানো হয়, যা ১৯৫৯ সালে জন্ম নেওয়া এক ব্যক্তির, এবং সেখানে তার বাবার নাম লক্ষ্মী রায় উল্লেখ করা আছে।

রাহুল এরপর বলেন, ‘আপনারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখলেন এবং আপনাদের মৃত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন আপনাদের মেরে ফেলেছে? আপনাদের কী মনে হয়, এভাবে কত মানুষকে মৃত ঘোষণা করা হতে পারে?’ একজন উত্তরে বলেন, ‘একটা পঞ্চায়েত এলাকায় অন্ততপক্ষে ৫০ জনের এমন হাল হয়েছে।

তারা জানান, তারা সবাই একই বুথের ভোটার নন, বরং বিভিন্ন বুথে ভোটার ছিলেন এবং সেখানে আরো অনেকের নাম এইভাবে বাদ পড়েছে। একজন ভোটার জানান, নির্বাচন কমিশনের কর্মীরা তার বাড়িতে এসেছিলেন এবং নথিপত্র সংগ্রহ করেছিলেন। তার কাছ থেকে আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের ফটো কপি এবং ছবি নিয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, তবে পরে তাকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তারা দাবি করেন, এই পদক্ষেপটি বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে হারানোর জন্য নেওয়া হয়েছে।

একজন ভোটার বলেন, ‘মহাজোট মিলে বিহারকে বাঁচানো উচিত।

’ রাহুল তার উত্তরে বলেন, ‘আরজেডি এবং আমাদের দল মিলে আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি।’ এরপর তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বন্ধ করে দেব, বন্ধ করে দেব। ভোট চুরি হতে দেব না।’

ভিডিওটি রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘জীবনে কখনো মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি। এই অনুভূতির জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।’ গত ৭ আগস্ট, রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন। নির্বাচনী কমিশন রাহুলের কাছে এই বিষয়ে প্রমাণাদি চেয়েছে এবং অভিযোগ প্রমাণ করতে না পারলে তার থেকে ক্ষমা চাওয়ার দাবি করেছে। কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) গত রোববার ভোট চুরি অভিযোগের তদন্তের জন্য রাহুল গান্ধীর কাছ থেকে নথিপত্র চেয়েছেন।

সূত্র : আনন্দবাজার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আমার ভুলেই আজ স্বামীর থেকে দূরে, অলকার আক্ষেপ Aug 14, 2025
img
প্রধান বিচারপতির বাসভবনে মার্কিন রাষ্ট্রদূত Aug 14, 2025
img
নির্বাচন করলে তফসিলের আগে পদ ছাড়ব, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত নই : আসিফ মাহমুদ Aug 14, 2025
img
ইসিকে নিরপেক্ষ মনে করি : জাপা মহাসচিব Aug 14, 2025
img
সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে : প্রেস সচিব Aug 14, 2025
img
আঁচল বাঁচানোর ভিডিওতে নতুন করে ভাইরাল দেব-শুভশ্রী জুটি Aug 14, 2025
img
সরছে রেললাইন, চওড়া হচ্ছে যমুনা সেতু Aug 14, 2025
img
বক্স অফিসে প্রতিযোগিতায় এগিয়ে অজয়, পিছিয়ে গেল সিদ্ধার্থ-তৃপ্তির জুটি Aug 14, 2025
img
যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে মহাসড়ক ছাড়লো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা Aug 14, 2025
img
দেব-শুভশ্রী জুটির জন্য রাজের শুভেচ্ছা প্রকাশ Aug 14, 2025
img
দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি Aug 14, 2025
img
মেসিদের আতুরঘরে অনুশীলন করছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলার Aug 14, 2025
img
কক্সবাজার ইস্যুতে ‘গরম’ ছিল এনসিপির সাধারণ সভা Aug 14, 2025
img
সালমানকে থাপ্পড় মারার সাহস দেখিয়েছিলেন নবীন অভিনেতা, কী পরিণতি তাঁর? Aug 14, 2025
img
সিএসকের বিরুদ্ধে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন অশ্বিন Aug 14, 2025
img
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ Aug 14, 2025
img
৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা জনি গ্রেফতার Aug 14, 2025
img
নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা নরওয়ের Aug 14, 2025
img
শিল্পীদের এআইকে আয়ত্ত করার পরামর্শ দিলেন টাইটানিক পরিচালক Aug 14, 2025
img
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কত? Aug 14, 2025