দুর্গাপূজায় বড় পর্দায় আসছে অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ ২’। রথের দিন থেকে শুরু করে একের পর এক লুক ও ঝলক প্রকাশের পর এবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত টিজার। কয়েক মিনিটের এই টিজারেই দর্শকের কৌতূহল চরমে উঠেছে।
শুরুতেই দেখা মিলেছে দুই অভিজ্ঞ শিল্পী সীমা বিশ্বাস ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। ভারত–বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তাঁদের সংলাপ যেন সরাসরি সময়ের প্রেক্ষাপটে আঘাত করে। টিজারের ঝলকে ফুটে উঠেছে ২০২৪ সালের বাংলাদেশি ছাত্র আন্দোলনের পরবর্তী পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ এবং তার পর বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ। সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে দেখে দর্শক ইতিমধ্যেই চমকে গেছেন।
অন্যদিকে, তদন্তকারী অফিসার পঙ্কজ সিংহের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় ও সংযুক্তা মিত্রর চরিত্রে মিমি চক্রবর্তী স্বতঃস্ফূর্ত উপস্থিতি রেখেছেন। টিজারে নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরত জাহান ও রহস্যময় চরিত্রে অঙ্কুশ হাজরা। এনকাউন্টারে নিহত মুনিরের উপস্থিতি কীভাবে সম্ভব—এই রহস্য নিয়েই এগোবে পঙ্কজ সিংহের তদন্ত। প্রথম ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতি থাকলেও এবার অঙ্কুশের চরিত্রে রয়েছে ছকভাঙা চমক।
নন্দিতা–শিবপ্রসাদের পরিচালনায় প্রথম ছবিতে খাগড়াগড় বিস্ফোরণের পটভূমি ব্যবহৃত হয়েছিল। সিক্যুয়েলে দেখা যাবে প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি পদে থাকাকালীন বাংলাদেশ সফরের কাহিনি। গল্পে উঠে আসবে নড়াইলের ভদ্রবিলার ঘোষবাড়ির শৈশব স্মৃতি, পদ্মাপাড়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ এবং ভিলেন মুনিরের যোগসূত্র।
সব মিলিয়ে রাজনৈতিক বাস্তবতার আবহে মোড়া এই অ্যাকশন থ্রিলার নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। এই পুজোয়, ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’
এসএন