'হেয়ার ট্রিটমেন্ট'র জন্য দেশের বাইরে আছেন হৃদয়–বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এমন একটি সংবাদ উঠে আসে দেশের কয়েকটি গণমাধ্যমে। সরাসরি ফেসবুক পোস্ট করে এবার এই সংবাদকে ভিত্তিহীন বললেন জাতীয় দলের এই ক্রিকেটার। জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দেশেই আছেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন মায়ের চিকিৎসায়।
নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের আগে ছোটখাটো একটা বিরতি পেয়েছে বাংলাদেশ দল। তবে বিশ্রাম এবং পরিবারের সঙ্গে সময় কাটানো শেষ করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। ফিটনেস কোচ নাথান কেলির অধীনে ফিটনেস ক্যাম্প করছেন মুশফিকুর রহিম-নাজমুল শান্তরা। তবে এই ক্যাম্পে অনুপস্থিত টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড় তাওহীদ হৃদয়।
স্বাভাবিকভাবেই ফিটনেস ক্যাম্পে হৃদয়ের অনুপস্থিতি নিয়ে সমর্থক এবং গণমাধ্যমে একটি কৌতুহল তৈরি হয়েছে। গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডন ব্রিজের সামনে থেক হৃদয়ের আপলোড করা ছবি সেই কৌতুহল বাড়িয়েছে আরও। এরই মধ্যে কয়েকটি গণমাধ্যম জানায়, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য লন্ডনে চিকিৎসা নিচ্ছেন হৃদয়।
গণমাধ্যমে এই সংবাদ চাউর হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন হৃদয়। মূলত কয়েকটি গণমাধ্যম হৃদয়ের দেশের বাইরে যাওয়ার খবর নিশ্চিত করতে তার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু মায়ের চিকিৎসায় ব্যস্ত সময় কাটানো হৃদয়কে সেই ফোনকলগুলো বেশ বিব্রত করেছে। আর সে কারণেই সামাজিক যোগাযোগপমাধ্যমে গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝারলেন হৃদয়।
ফেসবুক পোস্টে নিজের অবস্থান সম্পর্কে হৃদয় লেখেন, 'বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এতো ফোন....'
গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝেরে হৃদয় লেখেন, 'ভিউ বাণিজ্যর জন্য আর কতো নিচে নামবেন আপনারা?? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।'
এমকে/টিএ