শুরু হয়ে যাচ্ছে ক্লাব ফুটবলের তোড়জোড়। শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথমে গড়াবে লা লিগার খেলা। আগামীকাল জিরোনা ও রায়ো ভায়েকানোর ম্যাচ দিয়ে উদ্বোধন হবে লা লিগার ২০২৫-২৬ মৌসুমের। আগামীকাল ম্যাচ আছে লিগ ওয়ান ও ইংলিশ প্রিমিয়ার লিগেও। ২২ আগস্ট বুন্দেসলিগা ও ২৩ আগস্ট শুরু হবে ইতালিয়ান সিরি আ।
ক্লাব ফুটবলের বিরতিতে ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে, শেষ হবে ৯ সেপ্টেম্বর। ওই সময়ে প্রতিটি দল সর্বোচ্চ ২টি করে ম্যাচ খেলতে পারবে। লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে। এই তথ্য অবশ্য পুরনো। নতুন তথ্য হলো, পরের উইন্ডো তথা অক্টোবরে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে।
ওই দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের শিকাগো ও নিউ জার্সিতে, তবে প্রতিপক্ষের নাম জানা যায়নি। সম্ভাব্য একটি প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলার কথা বলা হচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের বরাত দিয়ে এই খবর দিয়েছে মুন্ডো আলবিসেলেস্তে। ম্যাচ দুটি হবে ৮ ও ১৪ অক্টোবর।
২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। যার জন্য আর্জেন্টিনা এরইমধ্যে নিজেদের টিকিট কেটে ফেলেছে। আগেভাগে ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়ার কথা মাথায় রেখেই হয়তো যুক্তরাষ্ট্রে বেশি করে ম্যাচ খেলার পথে হাঁটছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এমকে/টিএ