দেশের শোবিজ অঙ্গনের নতুন দুই মুখ সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। নির্মাতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির এই যমজ সন্তানেরা এখন বেশ আলোচনায় রয়েছে। খুব অল্পদিনেই দুই ভাই নিজেদের জায়গা শক্ত করে নিয়েছেন। বর্তমানে ‘উৎসব’ সিনেমা দিয়ে সৌম্য জ্যোতি আলোচনায় থাকলেও দিব্য জ্যোতি তার পরিচয় শক্ত করে নিয়েছিলেন অনেক আগেই।
দুই সন্তানের এমন সফলতায় রীতিমতো উচ্ছ্বসিত বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি- দুজনেই। দুই ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন তারা। সেখান থেকে দিব্য জ্যোতির একটি ছবি ভক্তদের মাঝে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী শাহনাজ খুশি। তাতে দেখা যায়, মেলবোর্নের রাস্তায় বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে ছেলে দিব্য জ্যোতি।
সেই ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। এদিকে আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পাজামা। ছবিটি পোস্ট করে শাহনাজ খুশি লেখেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক, আমির খানের সাথে।’
দিব্যর এই ছবিটি দেখে ভালোবাসায় ভরিয়ে দেন দেশের তারকারাসহ তাদের ভক্তরাও। অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন তাতে। লিখেছেন, ‘অবাক কাণ্ড’।
বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনেতা হিসেবেই পরিচিত দিব্য জ্যোতি। মহানগর ২, মুজিবসহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এদিকে সৌম্য জ্যোতি কয়েক মাস ধরে আলোচনায়। ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় মূখ্য চরিত্র জাহাঙ্গীরের অতীতের চরিত্রে অভিনয় করে দর্শকের মন কাড়েন সৌম্য।
এমকে/টিএ