বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না। নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা রাষ্ট্র কর্তৃক প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জেলার ডুমুরিয়া উপজেলার ১০নং ভাণ্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির উদ্যোগে বান্দা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। জামায়াতের হিন্দু কমিটির ইউনিয়ন সভাপতি ডা. নিত্যরঞ্জন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অর্ধেন্দু মণ্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বান্দা কলেজের অধ্যক্ষ সৌমেন মণ্ডল, বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রকাশ চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট বিপুল মণ্ডল, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আসাদুজ্জামান, খুলনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বেলাল হোসেন রিয়াদ, মাওলানা আইয়ুব আলী, অধ্যাপক রমেশ চন্দ্র, অধ্যাপক গৌতম রায়, দিপংকর ঢালী, প্রীতিশ মণ্ডল, দূর্বাদল বিশ্বাস, সঞ্জয় বৈরাগী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদার অধিকারী। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে নাগরিক অধিকার বিনষ্টকারীরাই রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করেছে। ইসলামের ছায়াতলে সব মানুষ নিরাপদ এবং নির্বিঘ্নে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ রয়েছে। ইসলাম জোরপূর্বক কারো ওপর কিছু চাপিয়ে দেয় না। বরং এ বিষয়ে ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে।’
এ ছাড়া তিনি ডুমুরিয়ার ৯নং সাহস ইউনিয়ন পরিষদ মাঠে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন। এ সময় তিনি বলেন, ‘দেশের মানুষ জীবন এবং রক্ত দিয়ে হলেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় করবে। জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। নির্বাচনের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে।’
এ ছাড়া দুপুর এবং বিকেলেও ভিন্ন ভিন্ন কর্মসূচিতে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার।
ইউটি/এসএন