বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আবারও গোপনীয়তায় হস্তক্ষেপ নিয়ে সরব হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পিকলবল খেলার পর ঘরে ফেরার পথে তাঁর বাসার সামনে পাপারাজ্জিদের হঠাৎ ভিড় জমে যায়। শুধু তাই নয়, তাঁরা নাকি আবাসনের ভেতরে ঢোকারও চেষ্টা করেন!
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্যামেরার সামনেই আলিয়া কড়া ভাষায় সতর্ক করেন
“গেটের ভিতরে ঢুকবে না একদম। এটা তোমাদের আবাসন নয়। দয়া করে বাইরে যাও।”
তবে সতর্কবার্তার পরও ফটোগ্রাফাররা ছবি তুলতে থাকেন, যা দেখে আরও বিরক্ত হন এই তারকা। সেই মুহূর্তের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
উল্লেখ্য, ২০২৩ সালেও আলিয়া নিজের বাড়ির ভেতরে বসেই ‘লেন্সবন্দি’ হয়েছিলেন। সে সময়ও অভিনেত্রী পাপারাজ্জি সংস্কৃতিকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন।
এমকে/টিএ