বাংলা বাণিজ্যিক থ্রিলারের জগতে নতুন মাত্রা যোগ করতে আসছে ‘রক্তবীজ ২’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবির টিজারেই স্পষ্ট, প্রথম কিস্তির তুলনায় এবার গল্পে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, তেমনই বাড়ছে অ্যাকশনের মাত্রা। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি শুরু হবে প্রথম পর্বের শেষ দৃশ্য থেকে, তবে এবার প্রেক্ষাপট আরও বিস্তৃত-ভারত ও বাংলাদেশের মধ্যে টানটান রাজনৈতিক পরিস্থিতি।
টিজারে দেখা যায়, একদিকে কূটনৈতিক শান্তির সম্ভাবনা, অন্যদিকে অজানা এক ষড়যন্ত্রের জাল-যেখানে রয়েছে বিস্ফোরণ, গুলির লড়াই ও গোপন গোয়েন্দা অভিযান। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ঘটনাবলি থেকে অনুপ্রাণিত চরিত্রে ফিরেছেন ভিক্টর ব্যানার্জি। আগের মতোই আইন প্রয়োগকারী সংস্থার দৃঢ় চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী।
সবচেয়ে বড় চমক এসেছে খলনায়ক চরিত্রে অঙ্কুশ হাজরার রূপে। ‘ব্যক্তির চেয়ে উদ্দেশ্য বড়’-এই দর্শন নিয়েই তিনি হাজির হচ্ছেন মুনির নামে এক নির্মম প্রতিপক্ষ হিসেবে। গাড়ি ধাওয়া, গোপন মিশন, সহিংস মুখোমুখি লড়াই-সব মিলিয়ে ছবিটি হয়ে উঠছে রাজনৈতিক নাটক ও বাণিজ্যিক অ্যাকশনের মিশ্রণে এক অনন্য উপস্থাপনা। দর্শক-সমালোচকরা ইতিমধ্যেই ধারণা করছেন, ‘রক্তবীজ ২’ হয়তো বাংলা থ্রিলারের ধারা বদলে দিতে পারে।
টিকে/