ওপার বাংলার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার জীবন, সবকিছু নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।
সম্প্রতি তার বিলাসবহুল জীবনযাপন, বিশেষ করে আড়াই কোটি টাকার ফ্ল্যাটের মালিকানা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। এ বিষয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফ্ল্যাট সম্পর্কিত গুঞ্জনের বিষয়ের দেবচন্দ্রিমা বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসঙ্গে আড়াই কোটি টাকা আমি কখনো দেখিনি। যদি এত কোটি টাকার কিছু করি, তাহলে আমি কেন বলব না? কেন লুকিয়ে রাখব?’
অনেক সময় সামাজিক মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হন দেবচন্দ্রিমা। ট্রোলের শিকার হলেও তিনি কোনো নেতিবাচক মন্তব্যের জবাব দিতে রাজি নন। বরং নিজের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি তিলে তিলে নিজের জায়গা তৈরি করেছি। হতে পারে অনেক দিন না খেয়ে কাটিয়েছি, তিন বছর কোথাও ঘুরতে যাইনি।’
অভিনেত্রী আরও বলেন, ‘জীবনের অনেক কিছু ছেড়ে আজ এই জায়গা তৈরি করতে পেরেছি। তাতে যদি আমি নিজের বাড়ি তৈরি করি, তাতে অসুবিধার তো কিছু নেই। নিজের সাফল্য কেন ভাগ করে নেব না আমি?’
দেবচন্দ্রিমা সম্প্রতি তার নতুন শাড়ির ব্যবসা শুরু করেছেন, যা তার মা এবং বোন দেখাশোনা করছেন। পাশাপাশি, ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন সিরিজ 'তোমাকে বুঝি না প্রিয়'।
এমকে/টিএ