মাত্র ৯২ রানে অলআউট। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৫ রান তাড়ায় ২০২ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। সেই সঙ্গে হেরেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। এমন পারফরম্যান্সের পর বাবর আজমদের সমালোচনায় মুখর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
সবচেয়ে বড় সমালোচনাটা হয়তো করেছেন বাসিত আলী। ১৯টি টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা এই ক্রিকেটার পাকিস্তান একটু খারাপ খেললেই সরব হয়ে যান, কারো কারো মতে একটু বেশিই। এবার বাবরদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।
গত মাসে অনুষ্ঠিত হওয়া ব্যক্তিমালিকানাধীন বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের গ্রুপে পড়েছিল।
শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল পহেলগাম হত্যাকাণ্ডের কথা সামনে এনে ম্যাচটি বয়কট করে। এরপর সেমিফাইনালে দুদলের একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পেলে ভারত আবার না খেলার সিদ্ধান্ত নেয়, পাকিস্তান উঠে যায় ফাইনালে।
আসন্ন টি-২০ ফরম্যাটের এশিয়া কাপেও ভারত ও পাকিস্তান এক গ্রুপে পড়েছে। ভারত যেন ডব্লিউসিএলের মতো একই পথে হাঁটে, বাবরদের সমালোচনা করে সেই দোয়া করছেন বলে জানিয়েছেন বাসিত আলী। তার মত, ভারত খেললে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দেবে।
‘দ্য গেম প্ল্যান’ ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি দোয়া করি ভারত যাতে এশিয়া কাপে (পাকিস্তানের বিপক্ষে) খেলতে অস্বীকৃতি জানায়, যেমনটি ডব্লিউসিএলে করেছিল। তারা এত বাজেভাবে আমাদের হারাবে যে, চিন্তা করা অসম্ভব।’
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ভারত ও পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। তাদের অন্য দুই গ্রুপসঙ্গী ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান।
বাসিত মনে করেন, পাকিস্তানের মানুষ আফগানিস্তানের সঙ্গে হারলে যতটা না খারাপভাবে নেবে, তার চেয়ে বহুগুণ বেশি ভাববে ভারতের বিপক্ষে হারলে।
বাসিত বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে হেরে গেলে মানুষ সেটাকে গুনবে না। কিন্তু ভারতের সঙ্গে হারলে তারা পাগল হয়ে যাবে।’
এমআর