আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলো রিয়াল মাদ্রিদ। ১৮ বছর বয়সী এ ফুটবলার নিজের স্বাগত বক্তব্যে জানান, রিয়াল মাদ্রিদে খেলা তার স্বপ্ন ছিল। এখানে ছাপ রাখতে এসেছেন তিনি। নিজের খেলার মাধ্যমে গর্বিত করতে চান মাদ্রিদের সমর্থকদের।
আগের দিনই জানা গিয়েছিল, মাস্তানতুয়োনোকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ১৮তম জন্ম বার্ষিকীতে স্বপ্নের ক্লাবে পা রেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইন এ তরুণ।
নিজের স্বাগত বক্তব্যে মাস্তানতুয়োনো বলেন, ‘আমি খুব খুশি, নিজেকে প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। সবসময়ই আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। আমি একটি স্বপ্ন পূরণ করেছি। কখনও কল্পনাও করিনি যে, এভাবে জন্মদিন উদযাপন করব। দলকে সাহায্য করার জন্য, সমর্থকদের খুশি করার জন্য নিজেকে উজাড় করে দেব আমি।’
১৭ বছর ৯ মাস ২৩ দিন বয়সে মাস্তানতুয়োনোর আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়েছিল। তাকে দেশটির গত এক দশকের সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে, দেওয়া হচ্ছে বিস্ময়বালকের তকমাও। তার ওপর নজর ছিল ইউরোপের বড় বড় কয়েকটি ক্লাবের, সবাইকে টেক্কা দিয়ে রিভার প্লেট থেকে এই প্রতিভাকে ১৩ জুন দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ।
মাস্তানতুয়োনো বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে, অনেক দলই আমার প্রতি আগ্রহী ছিল এবং আমি তাদের প্রশংসা করি, তাদের সম্মান করি। এত আগ্রহ থাকা আমার জন্য খুব ভালো। লুইস এনরিকের (পিএসজি কোচ) সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার, তিনি আমার সঙ্গে খুব পরিষ্কার ছিলেন। গত রাতের শিরোপার জন্য (উয়েফা সুপার কাপ) তাকে অভিনন্দন জানাতে চাই।’
রিভার প্লেটের মতো রিয়াল মাদ্রিদেও ৩০ নম্বর জার্সি পরে খেলবেন মাস্তানতুয়োনো। স্বপ্নের ক্লাবে পৌঁছানোর পর এবার তার লক্ষ্য ভালো খেলার মাধ্যমে সমর্থকদের গর্বিত করা।
তিনি বলেন, ‘আমি মনে করি রেয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। এখানে আমার ছাপ রাখতে এসেছি। আমি চাই মাঠে আমার কাজের জন্য রিয়াল মাদ্রিদের সমর্থকরা গর্বিত হোক। আমি এটা (জার্সি) চেয়েছিলাম, ৩০ নম্বর। আমার কাছে এটা বিশেষ কিছু; রিভার প্লেটে এটা পরতাম।’
রাইট উইঙ্গার মাস্তানতুয়োনো রিভার প্লেটের সিনিয়র দলে দুই মৌসুম খেলেছেন। ৬৪ ম্যাচ খেলে ১০ গোলের পাশাপাশি ৭ গোলে সহায়তাও করেছেন তিনি। জিতেছেন সুপারকোপা আর্জেন্টিনার শিরোপা।
তবে রিয়ালে তিনি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত। আর্জেন্টাইন এ তরুণ বলেন, ‘কোচ যে পজিশনেই খেলানোর সিদ্ধান্ত নেন না কেন, দলকে সাহায্য করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখানে যতটা সম্ভব দলকে সাহায্য করার জন্য আছি; আমি ডান দিকে খেলতে বেশি অভ্যস্ত। কিন্তু যেখানেই খেলি না কেন, আমার লক্ষ্য সাহায্য করা।’
এমআর