আলাস্কা শীর্ষ বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা যুক্ত হবেন শান্তি আলোচনায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলাস্কা শীর্ষ বৈঠকে তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা রয়েছে। তবে তিনি আরও উল্লেখ করেছেন, বৈঠকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে পরবর্তী রাউন্ড, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্ত হতে পারেন ট্রাম্প নিজে এবং সম্ভবত কিছু ইউরোপীয় নেতা।

পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের কিছু ঘণ্টা আগে ট্রাম্প বলেন, “আমি আশা করছি এটি একটি ভালো বৈঠক হবে। তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার রাউন্ড নয়। দ্বিতীয় বৈঠকটি আরও গুরুত্বপূর্ণ হবে।” তিনি আরও বলেন, এই বৈঠকে জেলেনস্কির পাশাপাশি “সম্ভবত কেউ ইউরোপ থেকেও” অংশগ্রহণ করবেন।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন, আলাস্কা শীর্ষ বৈঠকের পর দ্বিতীয় বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজন করতে চাইবেন। তিনি বলেন, “আমি চাই এটি খুব দ্রুত অনুষ্ঠিত হোক। হয়তো আলাস্কাতেই হোক, যেখানে আমরা থাকব, কারণ এটি অনেক সহজ।”

বৃহস্পতিবার ট্রাম্প আলাস্কায় আসন্ন বৈঠককে “দ্বিতীয় বৈঠকের জন্য মঞ্চ সাজানো” হিসেবে বর্ণনা করেছেন, যেখানে পুতিন এবং জেলেনস্কি অংশ নেবেন। তিনি বলেন, “যদি প্রথম বৈঠক ভালো যায়, আমরা দ্বিতীয় বৈঠক করব।” পুতিনের সঙ্গে বৈঠককে “পুরস্কার” হিসেবে ধরা যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প একেবারেই তা অস্বীকার করেছেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন চুক্তি করতে চাইবেন। আমার ছাড়া তিনি পুরো ইউক্রেন দখল করতেন। কিন্তু আমি প্রেসিডেন্ট, তিনি আমার সঙ্গে কিছু করতে পারবেন না।”

এটি প্রথমবারের মতো ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে দ্বিতীয় বৈঠকে ইউরোপীয় নেতাদের আমন্ত্রণ জানানো হতে পারে। তিনি আগেও বারবার বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে এই সংঘাত শুরু হতো না এবং নির্বাচনী প্রচারণার সময় একাধিকবার বলেছিলেন, এক দিনে যুদ্ধ শেষ করা সম্ভব।

ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর জেলেনস্কিকে সমালোচনা করেছেন, উল্লেখ করে তিনি পুতিনের সঙ্গে চুক্তি করলে সংঘাত এড়ানো যেত। তবে সাম্প্রতিক সময়ে তিনি পুতিনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন, ইউক্রেনে নাগরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কারণে সতর্ক করেছেন এবং আলাস্কার বৈঠকের পর যুদ্ধ থামানো না হলে “গুরুতর ফলাফল” হতে পারে বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার ইউক্রেন ও জার্মানির নেতাদের উদ্যোগে ভার্চুয়াল শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাতে বিশ্বকে ইউক্রেনের মূল কূটনৈতিক নীতি মনে করানো যায়: “ইউক্রেনের অনুমতি ছাড়া ইউক্রেন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নয়।”

ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে কলের পর জেলেনস্কি জানান, বুধবারের আলোচনার এবং শুক্রবারের শীর্ষ বৈঠকের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি, যা ট্রাম্পও সমর্থন করেছেন।

জেলেনস্কি বলেন, “আজ আমরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটি তার অগ্রাধিকারগুলোর মধ্যে একটি।”

জেলেনস্কি আশা প্রকাশ করেন, চুক্তি হতে পারে, কারণ এপর্যন্ত পুতিনের সঙ্গে সকল আলোচনায় কেবল সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং আক্রমণ তীব্র হওয়ারই ফলাফল দেখা গেছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইউরোপীয় নেতারা যৌথভাবে চেষ্টা করছেন আলাস্কা বৈঠককে সঠিক পথে পরিচালিত করার জন্য।

উল্লেখযোগ্য যে, এ ধরণের বৈঠক আন্তর্জাতিক কূটনীতি এবং ইউক্রেন-রাশিয়া-আমেরিকা সম্পর্কের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
শোকস্তব্ধ রুক্মিণী, ফিরলেন কলকাতায় Aug 15, 2025
img
‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’ Aug 15, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Aug 15, 2025
img
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শিক্ষক-কর্মচারীদের যাতায়াতে কড়াকড়ি Aug 15, 2025
img
বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি Aug 15, 2025
img
অরিজিৎ সিং-এর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, বিপাকে গায়ক Aug 15, 2025
বাণিজ্য ঘাটতি মেটাতে চায় ভারত – যুক্তরাষ্ট্র, চলছে নতুন পরিকল্পনা Aug 15, 2025
img
ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী Aug 15, 2025
img
আর্থিক জটিলতায় আটকে সাইমন টোফেলের বিসিবি চুক্তি Aug 15, 2025
img
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Aug 15, 2025
img
মায়ের জন্মদিনে নিয়ম ভাঙলেন না জাহ্নবী কাপুর Aug 15, 2025
img
ভারতীয় ছয় যুদ্ধবিমান ভূপাতিতের নায়করা পেলেন বীরত্ব পদক Aug 15, 2025
খাবার খাবার গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নত | ইসলামিক জ্ঞান Aug 15, 2025
img
১৬ মাস পর কোর্টে ফিরছেন কিংবদন্তি ভেনাস উইলিয়ামস Aug 15, 2025
img
ভাই আসিফ মাহমুদ, ওয়েস্টিনে বিলটা কে দেয়—প্রশ্ন মাসুদ কামালের Aug 15, 2025
img
দেশের প্রথম তেল পাইপলাইন উদ্বোধন ১৬ আগস্ট Aug 15, 2025
img
সিপিএল প্রত্যাবর্তনে ব্যাট-বলে নীরব সাকিব Aug 15, 2025
img
বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের Aug 15, 2025
img
পারিবারিক বন্ধনে ভালোবাসার লড়াই : পাক ড্রামা পারওয়ারিশ Aug 15, 2025
img
আজ খালেদা জিয়ার জন্মদিন Aug 15, 2025