উপদেষ্টা আসিফ বলেছেন, রাতে মাঝেমধ্যে কাজ শেষ করতে ভোর হয়ে যায়, ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না। অনেক সময় ৩০০ ফিটের নীলা মার্কেটে যান। ওখানে হাঁসের মাংস ভালো পাওয়া যায়। বেশি ভোর হয়ে গেলে ওটা বন্ধ থাকে।
তখন ওই দিকে হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়। এ প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল প্রশ্ন করে বলেছেন, ভাই আসিফ মাহমুদ, ওয়েস্টিনে বিলটা কে দেয়? না কি ফ্রি খান? ক্যাশ অর কাইন্ড- এই ফর্মুলায় ফ্রি খান? আপনাকে কে খাওয়ায়, ভাই? এই হলো আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাণ্ড-কারখানা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, উনি সরকারের একজন উপদেষ্টা।
কয়েকদিন আগে বলেছেন যে উনি না কি সামনে নির্বাচন করবেন, যদি করেন, উনি শিডিউল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। তার মানে, এতদিন ধরে গুছিয়ে নেবেন, যেদিন শিডিউল ঘোষণা করবে, তার আগের দিন উনি পদত্যাগ করে নির্বাচন করবেন। করেন, ভাই। নির্বাচন করেন।
তিনি বলেন, ‘আপনার যে ইমেজ এর মধ্যে তৈরি হয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যদি একা একা নির্বাচন করেন, মানে যদি কোনো পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে না করেন, যে কোনো একটা পার্টি থেকে করবেন, আপনি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হইলেন না, বিএনপির মার্কা ছাড়া আপনি নির্বাচন করেন, যদি এনসিপি থেকে নির্বাচন করেন, ভাই- আপনি করেন।
আমি দেখতে চাই আপনি কেমন জনপ্রিয়তা অর্জন করছেন! আপনার এই নীলা মার্কেটের হাস খাওয়া, আর ওয়েস্টিনে মাঝে মাঝে যাওয়া- এই ঘটনা পাবলিক শুনলে ভোট পাইতে হবে না, ভাই। আপনি একজন উপদেষ্টা মাথায় রাখতে হবে, আপনার বয়স যা-ই হোক না কেন, আপনার বন্ধুবান্ধব যা-ই হোক না কেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, এদেশের মানুষ আপনাকে উপদেষ্টা পদে নিয়োগ করেছে, সেই সম্মান রাখার দায়িত্ব আপনার।’
এসএন