বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি বিশ্বের অসংখ্য তরুণ ফুটবলারের প্রেরণা। কিন্তু যদি সেই ভক্ত হন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়, তাহলে তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো।
এমনই এক উদাহরণ রিয়ালের নতুন আর্জেন্টাইন উঠতি তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। সদ্যই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ছয় বছরের চুক্তি করা এই তরুণের চোখে বিশ্বের সেরা ফুটবলার তারই দেশের বিশ্বকাপজয়ী লিওনেল মেসি।
গত মাসে চুক্তি হলেও বৃহস্পতিবার নিজের ১৮তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুয়োনো। সান্তিয়াগো বার্নাব্যুতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে তুলে ধরা হয় ক্লাবের নতুন মুখ হিসেবে।
সংবাদ সম্মেলনে শৈশবের স্বপ্নপূরণের আনন্দ প্রকাশ করেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। সামনে কী অর্জন করতে চান, সেটিও খোলাখুলিভাবে জানান তিনি।
তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে শেষদিকে। প্রশ্ন করা হয়—তার চোখে সেরা ফুটবলার কে? বিন্দুমাত্র দেরি না করে মাস্তানতুয়োনোর উত্তর, ‘আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি। আমি আর্জেন্টাইন, আর আমার চোখে সেও সেরা।’
পরে রিয়ালের ইতিহাসে খেলা আর্জেন্টাইনদের প্রসঙ্গ উঠলে মাস্তানতুয়োনো বলেন, ‘রিয়াল মাদ্রিদের কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে আমি অনুসরণ করি। অবশ্য আলফ্রেদো দি স্তেফানোকে দেখিনি। তবে দি মারিয়া ও হিগুয়াইনের খেলা অনেক দেখেছি, তাদের খেলা আমাকে মুগ্ধ করে।’
এফপি/ এসএন