ব্রাত্য বসুর নতুন ছবি ‘শেকড়’-এ চঞ্চল-কুণালের জুটি

নতুন ছবির পরিচালনায় হাত দিচ্ছেন ব্রাত‌্য বসু। ‘হুব্বা’-র পর তাঁর আগামী ছবি ‘শেকড়’। ‘হুব্বা’ অত‌্যন্ত প্রশংসিত হয়েছিল দর্শক-সমালোচকের কাছে। ফলে তাঁর পরবর্তী ছবি নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ রয়েছে। তাঁর ‘শেকড়’-এ অন‌্যতম প্রধান চরিত্রে থাকবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরি। আরও চমক হল, ব্রাত‌্যর পরিচালনায় এবার অভিনয় করবেন কুণাল ঘোষ। সে ক্ষেত্রে ‘কর্পূর’-এর পর রাজনীতিক কুণালের দ্বিতীয় ছবি হতে চলেছে ‘শেকড়’।

জানা গেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ‌্যায়ের দু’টি ছোট গল্পকে আশ্রয় করে এই ছবি তৈরি হতে চলেছে। মুখ‌্যচরিত্রে রয়েছেন সীমা বিশ্বাস ও লোকনাথ দে। আর নায়কের ভূমিকায় চঞ্চল। এছাড়াও রয়েছেন পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ‌্যায় এবং আরেক রাজনৈতিক ব‌্যক্তিত্ব নারায়ণ গোস্বামী। বর্তমান সময়ের অশান্ত পরিস্থিতি নিয়ে বার্তা থাকবে চিত্রনাট্যে। পরিচালক-মন্ত্রী ব্রাত‌্য বসু বলছেন, “আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ‌্যায়ের সাহিত‌্য চিরন্তন এবং আমি এই গল্প দু’টি ২০২৫ সালে নিয়ে এসেছি। চিত্রনাট‌্য আমি লিখেছি, সংলাপ লেখায় আমাকে সাহায‌্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ‌্যায়। বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে। আমার মনে হয়েছে, এই যে সামাজিক চিৎকার চলছে, সেটা মানুষের আত্মাকে কোথাও ক্ষইয়ে দিচ্ছে। শিল্পের মাধ‌্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়, তা হলে চিরন্তন মানবিকতার কাছেই আমাদের ফিরে যেতে হবে।”

পাশাপাশি দু’টি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার চরিত্র ঘিরে গল্প দানা বাঁধবে। যে দু’টি চরিত্রে লোকনাথ ও সীমাকে পাওয়া যাবে। এই ছবিতেও কুণাল রাজনীতিকের রোলে। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে, তার ছেলের ভূমিকায় চঞ্চল চৌধুরি। এবং ছেলের বউয়ের চরিত্রে পৌলমী। কুণাল ঘোষের চরিত্র প্রসঙ্গে ব্রাত‌্য জানালেন, ‘এখানেও রাজনীতিবিদ তবে আগের ছবির মতো নয়, এই ছবিতে কুণাল খানিকটা মিষ্টি রাজনীতিবিদ।’

ছবির প্রযোজনায় ফিরদৌসুল হাসান। সংগীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ‌্যায়। ক‌্যামেরার দায়িত্বে সৌমিক হালদার। পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস। মেকআপের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। সম্পাদনায় সংলাপ ভৌমিক। শিল্প নির্দেশনায় পার্থ মজুমদার। শীঘ্রই চরিত্রদের লুক সেট হওয়ার কথা। সেপ্টেম্বরে বেনারসে শুটিং শুরু। আর লক্ষ্মীপুজোর পর টানা বোলপুরে শুটিং হবে। আর বাকি কাজ কলকাতায়। নতুন বছরের জানুয়ারি মাসে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Aug 15, 2025
img
বিপাশাকে নিয়ে কটু মন্তব্যের পর ম্রুণালের ক্ষমা প্রার্থনা, ভুল স্বীকারে প্রশংসা হিনার Aug 15, 2025
img
নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস Aug 15, 2025
img
স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি: এ্যানি Aug 15, 2025
সাকিবের ফিরতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! Aug 15, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব Aug 15, 2025
img
অস্ট্রেলিয়ায় লাল বলের ম্যাচে স্পটলাইটে থাকবেন যারা Aug 15, 2025
img
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে আটক ৬ Aug 15, 2025
img
ঐতিহাসিক আলাস্কায় ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিনের বৈঠক Aug 15, 2025
img
সংস্কারের নামে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী Aug 15, 2025
img
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ Aug 15, 2025
img
লিভারপুল-বোর্নমাউথ ম্যাচ দিয়ে শুরু প্রিমিয়ার লিগ মৌসুম Aug 15, 2025
img
ধানমণ্ডি ৩২ নম্বরে ‘ভাইরাল’ সিদ্দিককে গণপিটুনি Aug 15, 2025
img
খালেদা জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত: আব্বাস Aug 15, 2025
এনসিপিতে পদত্যাগের হিড়িক, যা ভাবছেন কেন্দ্রীয় নেতারা Aug 15, 2025
img
ত্রাণ সহায়তা কমায় রাখাইনে তীব্র খাদ্য সংকট Aug 15, 2025
img
সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ড. ইউনূস ইতিহাসে কলঙ্কিত হবেন : ফারুক Aug 15, 2025
img
ফেসবুকে ছবি শেয়ার করে খালেদা জিয়াকে শুভেচ্ছা রাষ্ট্রদূতের Aug 15, 2025
img
নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা Aug 15, 2025
img
‘মুজিববাদের কবর রচনা’—ঢাবি শিক্ষার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা Aug 15, 2025