স্বাধীনতা দিবসে ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে লুক ফাঁস করলেন জিৎ

টলিউড সুপারস্টার জিৎ এবার পর্দায় ফুটিয়ে তুলবেন এক বিপ্লবীর গল্প। পথিকৃৎ বসুর পরিচালনায় নির্মিত হতে চলা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় জিৎ অভিনয় করবেন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক অনন্ত সিংয়ের চরিত্রে।

সিনেমার ঘোষণার পর থেকে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। স্বাধীনতা দিবসে জিৎ নিজের সোশ্যাল মাধ্যমে লুক ফাঁস করে সিনেমার হাইপ আরও বাড়িয়েছেন।

দুর্গাপুজোর পর সিনেমার শুটিং শুরু হবে। অক্টোবর থেকে কলকাতা, ঝাড়খণ্ড ও মাসাঞ্জর ড্যামের মতো বিভিন্ন স্থানে শুটিং অনুষ্ঠিত হবে। ছবিতে জিৎকে অনন্ত সিংয়ের চরিত্রে দেখানোর জন্য তিনি নিজেই কঠোর হোমওয়ার্ক শুরু করেছেন।

পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, জিৎ মুম্বইয়ে নিয়মিত ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন। পরিচালক আরও বলেন, “কোনও চরিত্রের জন্য এত নিষ্ঠা নিয়ে প্রশিক্ষণ নেওয়া আগে কখনও দেখিনি। আমরা সবাই ভীষণ উত্তেজিত এই সিনেমা নিয়ে।”



সিনেমার প্রস্থেটিক লুক তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সোমনাথ কুন্ডু। ইতিমধ্যেই লুকের ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। জিৎ ক্যাপশনে লিখেছেন, “যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?”। এই ভিডিওতে সিনেমার মিউজিকের দায়িত্বে থাকা শান্তনু মৈত্রকেও দেখা গেছে।

সিনেমার গল্প ১৯৬০-এর দশকের কলকাতার প্রেক্ষাপটে নির্মিত। অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্রধারী আন্দোলনে অংশগ্রহণকারী এক নায়ক। এই বীরত্বের কাহিনী তুলে ধরা হবে সিনেমায়। নন্দী মুভিজের প্রযোজনায় এবং প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলা এই সিনেমা জিৎকে বাণিজ্যিক ছবির বাইরে নতুন ভূমিকায় দেখাবে।

জিৎ আগে কোনও বায়োপিকে অভিনয় করেননি। পরিচালক জানান, অনন্ত সিংহের মতো ভুলে যাওয়া নায়ককে সামনে আনা উদ্দেশ্যেই এই বায়োপিক নির্মাণ করা হয়েছে। দর্শক ও অনুরাগীরা অপেক্ষা করছেন, কীভাবে জিৎ বিপ্লবীর ভূমিকায় চমক দেখাবেন।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলন: রনি, কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ Aug 15, 2025
img
মানিকগঞ্জে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬ Aug 15, 2025
img
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী Aug 15, 2025
img
‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট Aug 15, 2025
img
দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা কখনো ছিল না: এ্যানি Aug 15, 2025
img
নেতা থেকে তিনি হয়ে উঠলেন স্বৈরাচার মুজিব : রিফাত Aug 15, 2025
‘শেখ মুজিবুর রহমান জাতির জনক না’ Aug 15, 2025
অযাচিত মুজিব বন্দনা ছিলো পতিত রেজিমের সবচেয়ে বড় অস্ত্র: মহিউদ্দিন খান Aug 15, 2025
img
টি-টোয়েন্টিতে শিষ্যরা এখন প্রায় ধারাবাহিক, হিসাব বাকি ওয়ানডেতে: সালাউদ্দিন Aug 15, 2025
'সরকারি দল এনসিপি সবচেয়ে বেশি বি'শৃ'ঙ্খলা করছে' Aug 15, 2025
আমাকে টাকা দেন, ১ কোটি লোকের সমাবেশ করে দেখাবো’ Aug 15, 2025
‘তারেক রহমান দেশকে গণতন্ত্রের দিকে পরিচালনা করবেন Aug 15, 2025
img
'হিলাল-ই-ইমতিয়াজ' পুরস্কার পাচ্ছেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি Aug 15, 2025
বাইডেন পুত্রের বিরুদ্ধে মেলানিয়ার আইনি পদক্ষেপ Aug 15, 2025
গৃহবধূ থেকে রাজনীতিতে উত্থান, দেশে ও বিশ্বমঞ্চে খালেদা জিয়ার নেতৃত্ব Aug 15, 2025
শ্রীদেবীর জন্মদিনে তিরুমালা মন্দিরে সিদ্ধার্থ-জাহ্নবী Aug 15, 2025
চুমু ও কান্নায় সবার নজর কেড়েছেন রেখা Aug 15, 2025
img
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার Aug 15, 2025
টুকটাক ব্যাটিং নয়, লিটন-শান্তদের ছক্কা মা\রা শিখাতে আসলেন জুলিয়ান উড Aug 15, 2025
পোষা প্রাণীদের সাথে যেভাবে আচরণ করতেন নবীজি Aug 15, 2025