রংপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম।
গ্রেপ্তাররা হলেন জেলার মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান (৬৫) এবং গংগাচড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেব।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত রাখার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে দুপুর দেড়টার দিকে আব্দুল মোত্তালেবকে গ্রেপ্তার করা হয়।
পরে একই অভিযানে আওয়ামী লীগ নেতা আতিয়ারকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ তালিকাভুক্ত ছিলেন। আজ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
এমআর/টিকে