মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্কোরেজে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প শিগগিরই আবার দেখা হবে বলার পর পুতিন ইংরেজি বাক্যে মস্কোতে আমন্ত্রণ জানান।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন এবং বলেন, আমরা সেখানে (যুদ্ধবিরতি চুক্তিতে) পৌঁছাতে পারিনি, তবে আমাদের সেখানে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজকের বৈঠক আমাদের বাস্তবসম্মত সম্পর্ক পুনরায় শুরু করতে সহায়তা করবে।’
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ট্রাম্প পুতিনকে ধন্যবাদ দেন এবং তাকে ভ্লাদিমির বলে সম্বোধন করেন। এরপর ট্রাম্প বলেন, আমরা খুব শিগগিরই কথা বলব, সম্ভবত শিগগিরই আবার আপনার সঙ্গে দেখা হবে। তখন পুতিন ইংরেজিতে বলেন, ‘পরবর্তীতে মস্কোতে।’
এরপর ট্রাম্প বলেন, চমৎকার আলোচনা হয়েছে, আমি এটার জন্য অভর্থ্যনা পাব। এটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলব বেশিরভাগ ক্ষেত্রেই, তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই, যখন আসলেই চুক্তি হবে।
২০২০ সালের নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে ডোনাল্ড ট্রাম্প বারবার যে দাবি করে আসছেন, তার সঙ্গে একমত জানান পুতিন।
এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই এক সঙ্গে সম্মেলন স্থলে রওনা হন দুই শীর্ষ নেতা।
এফপি/ টিএ