‘সাইয়ারা’ ছবির বিপুল সাফল্যের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এর জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডা। ছবিটি বিশ্বজুড়ে ৫০০ কোটিরও বেশি আয় করেছিল, যা নবীন এই জুটিকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
সম্প্রতি এই তারকা জুটিকে একসঙ্গে দেখা গেছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’-এর বিশেষ প্রদর্শনীতে। সেদিন দু’জনেরই পরনে ছিল কালো টি-শার্ট আর জিনস, যা নজর কাড়ে উপস্থিত দর্শক ও গণমাধ্যমের। একসঙ্গে সিনেমা দেখতে যাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনস্ক্রিন কেমিস্ট্রির মতো তাদের অফস্ক্রিন বন্ধুত্বও ভক্তদের মধ্যে সমান আগ্রহ জাগিয়েছে। যদিও সম্পর্কের বিষয়ে কেউই মুখ খোলেননি, তবুও তাদের একসঙ্গে উপস্থিতি ঘিরে চলছে জোর গুঞ্জন। অনেক ভক্ত ইতিমধ্যেই তাদের বলিউডের নতুন ‘হিট জুটি’ আখ্যা দিয়েছেন।
ভক্তদের উচ্ছ্বাস আর কৌতূহল আরও বাড়িয়ে দিল আহান ও অনীতের সাম্প্রতিক এই উপস্থিতি। শোবিজ অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু- তারা কি কেবল বন্ধুই, নাকি এর বাইরে আরও কোনো সম্পর্ক রয়েছে? উত্তর মেলেনি এখনও, তবে ভক্তদের কল্পনায় ইতিমধ্যেই তারা জায়গা করে নিয়েছেন বলিউডের নতুন সেরা জুটি হিসেবে।