বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে মো. নাসির উদ্দীনের একটি ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবি মো. নাসির উদ্দীনের সঙ্গে তার ছেলে আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিও রয়েছেন।
ছবির বর্ণনায় লেখা হয়েছে, ‘বাবা গ্রেপ্তার, এবার ছেলের পালা—অতি দ্রুত গ্রেপ্তার দেখতে চাই।
এসএন