শক্তিমানের বদলে ভিলেন চরিত্রে রণবীরকে ভাবছেন মুকেশ
মোজো ডেস্ক 10:22PM, Aug 17, 2025
শক্তিমান ফিরছে বড় পর্দায়—এই খবরে উত্তেজনায় ভাসছেন ভক্তরা। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চরিত্র বাছাই নিয়ে স্রষ্টা ও মূল চরিত্রে অভিনয় করা মুকেশ খন্নার সাম্প্রতিক মন্তব্য। শোনা যাচ্ছিল, নতুন শক্তিমানের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড তারকা রণবীর সিংকে। তবে খন্না মনে করেন, রণবীরকে শক্তিমান নয়, বরং ভিলেন তামরাজ কিলবিশ হিসেবেই মানাবে বেশি।
এক সাক্ষাৎকারে খন্না বলেন, রণবীর সিং নিঃসন্দেহে শক্তিশালী অভিনেতা, তার মধ্যে আছে প্রচণ্ড এনার্জি ও চার্ম। এমনকি তার সঙ্গে দীর্ঘ আলাপের অভিজ্ঞতার কথাও জানান তিনি। কিন্তু তবুও খোলাখুলিভাবে রণবীরকে বলেছেন, শক্তিমানের চেয়ে কিলবিশের চরিত্রে তিনি বেশি মানানসই। খন্নার ভাষায়, রণবীরের চেহারায় এক ধরনের দুষ্টুমি মাখা ইতিবাচকতা আছে, যা কিলবিশকে ফুটিয়ে তুলতে পারবে অনন্যভাবে। আর শক্তিমান চরিত্রের জন্য তার মতে প্রয়োজন আরও প্রাপ্তবয়স্ক ও ভারী উপস্থিতির একজন অভিনেতা।
এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এখন রণবীরকে তামরাজ কিলবিশের বিখ্যাত সংলাপ—“অন্ধকার চিরস্থায়ী হোক”—উচ্চারণ করতে কল্পনা করছেন। সত্যিই যদি এমনটি ঘটে, তবে শক্তিমানের এই নতুন সংস্করণে তা হবে এক ভিন্নমাত্রার চমক, যেখানে জনপ্রিয় ভিলেন চরিত্রটি নতুন রূপে জেগে উঠতে পারে।