২০২৩-এ এমনটাই ঘটেছিল। সে বছর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। হইচই ওয়েব প্ল্যাটফর্মে সিরিজ় ‘দুর্গরহস্য’। খবর, এ বছরের পুজোয় বড় পর্দায় পরিচালক ছবি না আনলেও, ওয়েব প্ল্যাটফর্মে তাঁর ‘ফেলুদা’ ফিরছেন!
সৃজিতকে কি আবার ‘ফেলুদা’ বানাচ্ছেন? হইচই ওয়েব প্ল্যাটফর্মে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজ় মুক্তি পাওয়ার পর তিনি কিন্তু ঘোষণা করেছিলেন, ওয়েব প্ল্যাটফর্মের জন্য আর ‘ফেলুদা’ সিরিজ় বানাবেন না। আনন্দবাজার ডট কম-কে পরিচালক জানিয়েছেন, আড্ডা টাইমস ওয়েব প্ল্যাটফর্মের জন্য বানানো দুটো ‘ফেলুদা’ সিরিজ়ের একটি দেখানো হয়েছিল। আর একটি বাকি ছিল। এ বছরের পুজোয় সেটিই ওই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সৃজিতের রসিকতা, “বড় পর্দায় না থাকলেও পুজোয় আমি কিন্তু আছি। অন্য ভাবে, অন্য কোনও খানে। ছ’বছর আগে প্রথম দুটো সিরিজ় বানিয়েছিলাম, ‘ছিন্নমস্তার অভিশাপ’ আর ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। প্রথমটি মুক্তি পেলেও দ্বিতীয়টি বিশেষ কারণে সেই সময় দেখানো হয়নি। এ বার সেটি দেখানো হবে।” অর্থাৎ, এ বছরের পুজো ‘ফেলুদা’ এবং তার দলবলেরও। পরিচালকের সিরিজ় দর্শকদের পৌঁছে দেবে নেপালে। কাঠমান্ডুতেই রহস্যের সমাধান করবেন ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘তোপসে’ কল্পন মিত্র, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী।
এর পাশাপাশি সৃজিত থাকবেন শহর জুড়ে। জানিয়েছেন, এ বার প্রথম তিনি বিজ্ঞাপনী মুখ! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথম ‘মডেলিং’ করেছেন। “বুম্বাদা সব সময়েই বিজ্ঞাপনের মুখ হয়ে শহরের সর্বত্র ছড়িয়ে থাকেন। এই প্রথম দুই পরিচালক একই ভাবে থাকব। বেশ অন্য রকম অনুভূতি।”