ঢাকা কাস্টমসের ২ কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদকে অভিযোগ

মিথ্যা ঘোষণার আড়ালে আনা চোরাচালান ছাড়ের অভিযোগ উঠেছে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদ ও এনামুলের বিরুদ্ধে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, দুদক ও এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ী এ অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের দুর্নীতিবাজ সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদ ও এনামুল বর্তমানে ওই প্রতিষ্ঠানকে চোরাচালান ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এ দুইজনসহ সিনিয়র আরও কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ঢাকা কাস্টমস হাউসে চলছে মিথ্যা ঘোষণার আড়ালে চোরাচালানের রাজত্ব।

অভিযোগে আরও বলা হয়েছে, ঢাকা কাস্টমস হাউসে এখন বৈধভাবে শুল্ক পরিশোধ করে পণ্য খালাস নেওয়া কষ্টকর। কাস্টমসের অসাধু কর্মকর্তা ও চোরাচালান সিন্ডিকেট এয়ার ফ্রেইট ইউনিটের ডেলিভারি গেট-১ দিয়ে কমার্সিয়াল পণ্য চালানের আড়ালে আমদানি নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট, সেক্স টয়, পুরাতন ল্যাপটপ ও আমদানি শর্তযুক্ত পণ্য মোবাইল ফোন, মেডিসিন, ড্রোন, ওয়াকিটকি এবং অতি উচ্চ শুল্কের পণ্য মোবাইল এলসিডি, সানগ্লাস কোনো প্রকার ঘোষণা ও আমদানি শর্ত প্রতিপালন না করে মিথ্যা ঘোষণায় ভিআইপি মর্যাদায় খালাস দিচ্ছে ও নিচ্ছে।

‘যার ফলে সরকার প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং এসব অবৈধ ও আমদানি নিষিদ্ধ মালামালে বাজার সয়লাব হয়ে যাচ্ছে। এর ফলে বৈধ ব্যবসায়ীরা এই প্রতিযোগিতামূলক বাজারে অসাধু কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে তৈরি এই চোরাকারবারীদের চোরাচালানের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পথে বসে যাচ্ছে। আর এই ফাঁকিকৃত রাজস্বের ১০ থেকে ১২ কোটি টাকা যাচ্ছে অসাধু কাস্টমস কর্মকর্তা ও চোরাচালান সিন্ডিকেটের পকেটে।’

এতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের ব্যাগেজ রুলস সংশোধনের ফলে প্রবাসী একজন যাত্রী সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে একবার একটি মাত্র নতুন মোবাইল ফোন আনতে পারবেন। বৈধভাবে মোবাইল আমদানিতে বিটিআরসির আমদানি শর্ত এবং প্রতি পিস মোবাইল ফোনের আমদানি মূল্যের ওপর ৫৮ দশমিক ৪ শতাংশ শুল্কের বিধান রয়েছে। দেশে প্রচুর মোবাইল ফোনের চাহিদা থাকায় চোরাচালান সিন্ডিকেট ও অসাধু কাস্টমস কর্মকর্তারা এ সুযোগে ঢাকা কাস্টমস হাউসের এয়ার ফ্রেইট ইউনিটের ডেলিভারি গেট-১ কে চোরাচালানের রুট বানিয়েছে। ডেলিভারি গেট-১ দিয়ে চীন, হংকং, দুবাই, সিঙ্গাপুর ও ইউএসএ থেকে আমদানি করা কমার্সিয়াল পণ্য চালানের আড়ালে প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩০০০ পিস মোবাইল ফোন কোনো প্রকার শুল্ক পরিশোধ না করে ও আমদানি শর্ত প্রতিপালন না করে মিথ্যা ঘোষণায় ডেলিভারি হচ্ছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অথচ এসব মোবাইল ফোনের শুল্ক-কর প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা। যা থেকে প্রতিদিন সরকার বঞ্চিত হচ্ছে এবং বৈধ মোবাইল ফোন আমদানিকারকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও এসব কমার্সিয়াল পণ্য চালানের আড়ালে আমদানি নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট, সেক্স টয়, পুরাতন ল্যাপটপ, মাদক দ্রব্য ও আমদানি শর্তযুক্ত পণ্য মেডিসিন, ড্রোন, ওয়াকিটকি ৬০ শতাংশ কমিশনে চোরাচালান হচ্ছে। অর্থাৎ অসাধু কাস্টমস কর্মকর্তারা এসব চোরাচালান সিন্ডিকেটের কাছ থেকে মোট রাজস্ব ফাঁকির ৬০ শতাংশ কমিশন হিসেবে ঘুষ নিচ্ছেন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জামিনে বের হয়ে অপরাধীরা বারবার অপরাধে জড়িয়ে পড়ছে : র‌্যাব Aug 18, 2025
img
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ইনশাআল্লাহ : জাকের আলী Aug 18, 2025
img
সীমানা পুনর্নির্ধারণে ইসির শুনানি শুরু হচ্ছে ২৪ আগস্ট Aug 18, 2025
img
বাংলাদেশ হকি দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ Aug 18, 2025
img
বাসার সবাই অসুস্থ, ফেসবুক পোস্টে পরীমণি Aug 18, 2025
img
বাজে হারে মাঠেই কাঁদলেন নেইমার, বরখাস্ত হলেন কোচ Aug 18, 2025
img
মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর Aug 18, 2025
img
আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা Aug 18, 2025
img
পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে রুল জারি হাইকোর্টের Aug 18, 2025
img
পুতিনের ফাঁদে কি পা দিয়েছেন ট্রাম্প? ইউক্রেনীয় বিশেষজ্ঞদের বার্তা Aug 18, 2025
img
রেকর্ড গড়ছে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনমূল্য Aug 18, 2025
img
রাহুলকে আল্টিমেটাম, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা Aug 18, 2025
img
সাদামাটা ভাবে নিজের জন্মদিন কাটান অভিনেত্রী ববি Aug 18, 2025
img
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দুদকের Aug 18, 2025
img
কুয়েতে মদ তৈরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত নয় : দূতাবাস Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রশিবির Aug 18, 2025
img
ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ ম্যাক্সওয়েল, ওয়ানডেতে হতে পারে অভিষেক Aug 18, 2025
img
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ Aug 18, 2025
img
পুতিনের দাবির কাছে মাথা নত না করার জন্য ট্রাম্পকে আহ্বান জানাবে ইউরোপ Aug 18, 2025
একটি খনিকে ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান Aug 18, 2025