প্রথম সপ্তাহান্তেই দুই বড় ছবির বক্স অফিস ফলাফলে দেখা গেল ভিন্ন চিত্র। সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি কুলি ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ভারতে ছবিটি আয় করেছে ১৯৪ কোটি টাকা এবং শুধু যুক্তরাষ্ট্রেই সংগ্রহ করেছে ৬ মিলিয়ন ডলার, যা রজনীর ক্যারিয়ারের সেরা সূচনা এবং মার্কিন বক্স অফিসে সর্বোচ্চ আয় করা তামিল ছবি। মিশ্র প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও দর্শকের ভিড় প্রমাণ করেছে রজনীর অদ্বিতীয় জনপ্রিয়তা।
অন্যদিকে, এনটিআরের বলিউড অভিষেক ওয়ার ২ প্রত্যাশার তুলনায় ভীষণ হতাশ করেছে। ভারতে আয় মাত্র ১৭৩ কোটি টাকা আর যুক্তরাষ্ট্রে প্রায় ৩ মিলিয়ন ডলার। ব্যবসায়িক মহল ইতোমধ্যেই ছবিটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ব্যর্থতা আখ্যা দিয়েছে। সমালোচকরা বলছেন, ছবির ফর্মুলামূলক উপস্থাপন ও এনটিআরের চরিত্রে উচ্চতার অভাবই এই ব্যর্থতার মূল কারণ। তেলুগু সংস্করণও দ্রুত ধসে পড়ে ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়েছে।
যদিও ৫০০ কোটির বেশি বাজেটে নির্মিত কুলির এখনও ব্রেক-ইভেনে পৌঁছাতে সময় লাগবে, তবে সপ্তাহান্তের বিজয়ী হিসেবে রজনীকান্তই এখন শীর্ষে। বিপরীতে এনটিআরকে বলিউড যাত্রার শুরুতেই নিতে হলো বড় ধাক্কা।
টিকে/