বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী চরিত্রে হাজির হতে চলেছেন। কিংবদন্তি তামাশা শিল্পী ভিত্তাবাই নারায়ণগাঁওকরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে একটি বায়োপিক। ছবিটির নাম রাখা হয়েছে ভিত্তা। প্রখ্যাত প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস এবং পরিচালক লক্ষ্মণ উটেকারের এই ছবিটি আগে তামাশা নামে পরিচিত ছিল।
মহারাষ্ট্রের লোকনাট্য ইতিহাসে অমর হয়ে আছেন ‘তামাশা কুইন’ খ্যাত ভিত্তাবাই। তাঁর অনন্য নৃত্যভঙ্গি ও শিল্পশৈলী তাঁকে এনে দিয়েছিল কিংবদন্তির মর্যাদা। সেই জীবনের উত্থান-পতন ও সংগ্রামের গল্প এবার বড় পর্দায় তুলে ধরা হবে। ছবির প্রযোজক দিনেশ ভিজান ও পরিচালক লক্ষ্মণ উটেকার এর আগে মিমি ও ছাভার মতো সাংস্কৃতিক নাটক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন।
ভিত্তাবাইয়ের পরিবারের কাছ থেকে ইতোমধ্যেই জীবনের স্বত্বাধিকার নিশ্চিত করেছে নির্মাতারা, ফলে গল্পের ভেতরে আসছে একেবারে বাস্তব রূপ। শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে প্রধান চরিত্রে। আর তাঁর বিপরীতে তরুণ পুরুষ চরিত্রে কাকে নেওয়া হবে তা নিয়ে ইতোমধ্যেই দর্শক মহলে কৌতূহল বাড়ছে।
লোকসংস্কৃতিভিত্তিক সঙ্গীত, অভিনয় ও গল্প বলার শক্তি মিলিয়ে ভিত্তা হতে পারে বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ বায়োপিক। একই সঙ্গে এটি শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র হিসেবে ধরা হচ্ছে।
টিকে/