যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন।
স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ বার্তা দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
তিনি বলেন, ‘আমরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান সংলাপকে স্বাগত জানাই এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করি।’
গত শুক্রবার আলাস্কার আংকারেজে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছয় বছর পর এই প্রথম দুই নেতা মুখোমুখি বসলেন।
বৈঠক শেষে পুতিন জানান, তারা একটি ‘বোঝাপড়ায়’ পৌঁছেছেন। অপরদিকে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে, শুধু কিছু ছোটখাটো বিষয় বাকি।’
ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে মাও নিং বলেন, ‘আমরা আশা করি সব পক্ষই শান্তি আলোচনায় অংশ নেবে এবং এমন এক চুক্তিতে পৌঁছাবে যা সবাই মেনে নিতে পারে।’
চীনকে ইউক্রেন সংকটে সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তাকারী হিসেবে উল্লেখ করার বিষয়ে মাও বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান সুস্পষ্ট ও একটিই-আমরা রাজনৈতিক সমাধান ও নিরাপত্তা প্রচার অব্যাহত রাখব।’
মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলিয়ান কর্মকর্তাদের ওপর যে একতরফা নিষেধাজ্ঞা দিয়েছে, সে প্রসঙ্গে মাও বলেন, চীন ‘একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞার’ বিরোধিতা করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
টিকে/